নয়াদিল্লি: আইনি সমস্যার মুখে রজনীকান্ত (Rajinikanth) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত 'ভেট্টইয়ান' (Vettaiyan)। মাদুরাইয়ের এক বাসিন্দা এই ছবির বিরুদ্ধে জনস্বার্থ মামলা (Public Interest Litigation) দায়ের করল। কেন? এই ছবিতে বেআইনি এনকাউন্টারের সপক্ষে ব্যবহৃত সংলাপের জন্য এই ছবির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানান তিনি। 


'ভেট্টইয়ান' ছবির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের


মাদুরাইয়ের উলাগানেরি থেকে পালানিভেলু এই আবেদন দায়ের করেছিলেন। বৃহস্পতিবার, ৩ অক্টোবর মাদুরাই হাইকোর্টে শুনানি হয় এই অভিযোগের ভিত্তিতে। সম্পূর্ণ ছবির মুক্তির আগেই, ২০ সেপ্টেম্বর, 'ভেট্টইয়ন' ছবির প্রিভিউ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। অভিযোগকারীর দাবি, ওই প্রোমোয় এনকাউন্টার প্রসঙ্গে একটি সংলাপ ছিল যা শুনে সাধারণ মানুষের মনে বেআইনি এনকাউন্টারকে স্বাভাবিক মনে গ্রহণ করার বা মেনে নেওয়ার ভাবনা আসতে পারে।                                  


তিনি ছবির নির্মাতাদের কাছে এই ধরনের এনকাউন্টার সম্পর্কে সংলাপগুলি মুছে ফেলতে বা 'মিউট' করার দাবি করেন। আবেদনের শুনানি করেন বিচারপতি সুব্রহ্মণ্যম ও বিচারপতি ভিক্টোরিয়া গৌরি। বিচারকরা এই বিষয়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এবং প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন। যদিও এই সিনেমার বিরুদ্ধে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারির দাবি তাঁরা মানেননি। CBFC ও প্রযোজনা সংস্থা থেকে উত্তর পাওয়ার পর পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে।                                             


 



আরও পড়ুন: New Music Video: এবার পুজোয় 'একলা' দেবতনুর হাত ধরবে রিখিয়া? বাতাসে প্রেমের গন্ধ ছড়াতে আসছে নয়া জুটি


টিজে জ্ঞানাভেল পরিচালিত 'ভেট্টইয়ন' একটি এমন সিনেমা যা এনকাউন্টার নিয়ে তৈরি। নাম ভূমিকায় অভিনয় করবেন রজনীকান্ত, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা ডাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়ার, দুশারা বিজয়ন, রিতিকা সিংহ। বিগ বাজেট এই ছবির মুক্তি ১০ অক্টোবর, একাধিক ভাষায়। আশা করা হচ্ছে ৫ অক্টোবর থেকে অগ্রিম টিকিট বুকিং শুরু হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।