উত্তর ২৪ পরগনা: অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি। জগদ্দলের মেঘনা মোড়ে বোমাবাজি, ঘটনাস্থলে উত্তেজনা, পৌঁছেছে পুলিশ। পায়ে স্লপিন্টার লেগেছে দাবি অর্জুনের। পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে, দাবি প্রাক্তন সাংসদের। গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ।


ফের উত্তপ্ত জগদ্দল, অর্জুন সিংহ-র বাড়ির সামনে বোমাবাজি। বাড়ি লক্ষ্য করে গুলিও চালানোর অভিযোগ প্রাক্তন সাংসদের। গুলি চলার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অর্জুন সিংহ-র। 'মজদুর ভবন লক্ষ্য করে বোমা-গুলি-ইটবৃষ্টি। পুলিশের সামনেই কমপক্ষে ২০-২৫টা বোমা পড়ে। পুলিশের সামনেই মজদুর ভবন লক্ষ্য করে গুলি, অভিযোগ অর্জুনের । যদিও অভিযোগ উড়িয়েছেনসোমনাথ শ্যাম। 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, দাবি জগদ্দলের বিধায়কের।  






এদিন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। জগদ্দলের মেঘনা মোড় সংলগ্ন মজদুর ভবন লক্ষ্য করে ইট বৃষ্টি হয় বলেও দাবি প্রাক্তন সাংসদের। বোমার আঘাতে জখম হয়েছেন বলেও দাবি তাঁর। অভিযুক্ত ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংয়ের অনুগামীরা। অভিযোগ অস্বীকার করেছে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।






অর্জুন সিংয়ের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছেন তিনি। বোমাজাবিত অভিযোগ মানলেও গুলি চালনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অর্জুনের বাড়ির সামনে রয়েছে র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে ট্যাগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্য পুলিশের ডিজিকে।


আরও পড়ুন, প্রজাদের খাওয়ানো হতো, ঝাড়বাতির নিচে বসত যাত্রার আসর, ৫০০ বছরে পা আমতার জমিদার বাড়ির দুর্গা পুজোর


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।