কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজ ফের রাত দখল। এর আগে স্বাধীনতার মধ্য রাতে রাস্তায় রাত দখলের ডাক দিয়েছিল মহিলারা। আজ আবার বিচারের দাবিতে মিছিল করে এসে নিউটাউনে বিশ্ব বাংলা গেটে জমায়েত তথ্য প্রযুক্তি কর্মীদের। 


RG কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিভিন্ন মেডিক্যাল কলেজে শুরু হয়েছে প্রতিবাদ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। ইমার্জেন্সি ছাড়া তাঁরা ওয়ার্ড ডিউটি বা আউটডোরে রোগী দেখছেন না। জরুরি বিভাগের সামনে চলছে বিক্ষোভ অবস্থান।কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড ডিউটি ছাড়া আউটডোর পরিষেবা বা অস্ত্রোপচারে অংশ নেননি জুনিয়র চিকিৎসকরা। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও চলছে প্রতিবাদ। ‘হোক প্রতিবাদ’ স্লোগান তুলে ইমার্জেন্সি ছাড়া অন্য বিভাগে কাজ করছেন না NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও। রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান অর্থাৎ শিশুমঙ্গল হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও চিকিৎসকদের একাংশ দেশপ্রিয় পার্কে বিক্ষোভ মিছিল করেন। কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালেও চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। 


অপরদিকে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান। ওন্দায় ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী, সমর্থকদের, বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। রায়গঞ্জ ও ইসলামপুরেও একই ছবি। পাঁশকুড়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢুকে পড়েন বিজেপি কর্মী, সমর্থকরা। এরপর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। আর জি কর-কাণ্ডের আবহে দিকে দিকে প্রতিবাদ। এর মধ্যেই বুধবার বিডিও অফিস ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। সেই অভিযান ঘিরে জেলায় জেলায় দেখা গেল অশান্তির ছবি।


আরও পড়ুন, মুখে প্লাস্টিক বাঁধা, সিঁথিতে তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু..


এদিন ওন্দার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিজেপির বিডিও অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। বিজেপি কর্মী, সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এখানেই ওন্দার বিডিও-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি বিধায়ক। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, বিধায়ক না থাকলে, আমি ওর এক চড়ে দুটো গালকে নড়িয়ে দিতাম। সবসময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে। উনি তো ডেভেলপমেন্ট অফিসার, ওঁর কীসের ভয়? কনট্রাক্টরদের সঙ্গে সেটিং করে টাকা খায় । টাকার জন্যই ওকে এখানে পাঠিয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।