কলকাতা: সিঁথিতে তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু। মুখে প্লাস্টিক বাঁধা অবস্থায় আবাসনের নীচ থেকে দেহ উদ্ধার। মৃত তথ্যপ্রযুক্তি কর্মীর নাম প্রণব রায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। ঘটনাস্থলে সিসি ক্যামেরা খারাপ থাকায় মেলেনি ফুটেজ।
নিউটাউনে ব্য়বসায়ী খুনে ধৃত ইটভাটার অংশীদার। জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় কাজি রফিকুল ইসলাম ওরফে পরাগকে গ্রেফতার করল পুলিশ। নিহতের পরিবারের দাবি, ইটভাটার হিসেবে গরমিল নিয়ে নিহত ব্য়বসায়ীর সঙ্গে অংশীদারের গন্ডগোল চলছিল। তার জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।সম্প্রতি শ্য়ুটআউটের ঘটনা ঘটেছিল নিউটাউনে। ইকো পার্কের সামনে গুলি করে খুন করা হল ভাঙড়ের বাসিন্দা ইটভাটা ব্য়বসায়ীকে।পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে নিউটাউনের রাম মন্দির এলাকায় দোকানে বসে চা খাচ্ছিলেন ইটভাটা মালিক নাসিরুদ্দিন খান।
ঘটনার দিন রাত ১০টা নাগাদ দুই দুষ্কৃতী মোটরবাইকে এসে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করে চম্পট দেয়।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় হাড়োয়া থেকে নিহত ব্য়বসায়ীর ইটভাটার অংশীদার কাজি রফিকুল ইসলাম ওরফে পরাগকে গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ। পুলিশ ও নিহত ব্য়বসায়ীর পরিবার সূত্রে খবর, হিসেবে গরমিল নিয়ে বেশ কিছু দিন ধরেই নিহত নাসিরুদ্দিনের সঙ্গে তাঁর ইটভাটার অংশীদার পরাগের গন্ডগোল চলছিল। তার জেরেই ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
সম্প্রতি গভীর রাতে হুগলির মগরায় গাড়িতে ধাওয়া করে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। গুলিবিদ্ধ হয়েছিলেন দুই ব্যক্তি। আহতদের একজন হলেন বিশ্বনাথ দে। আরেকজন হলেন মইদুল ইসলাম। গুলিবিদ্ধ দু'জনকে চিকিৎসার জন্য প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশ্বনাথ দে-কে স্থানান্তরিত করা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।
আরও পড়ুন, সুখবর, আগামীকাল থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা ! কখন-কোথায়-কোন লাইনে?
পুলিশ সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ মগরার নাকসা মোড়ের কাছে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। বাইকে যাচ্ছিলেন বিশ্বনাথ দে ও মইদুল ইসলাম। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি তাঁদের ফলো করছিল। আচমকা দুই বাইক আরোহীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছিল। বিশ্বনাথ দে-র পেটে ও হাতে গুলি লেগেছিল। পায়ের ওপরের অংশ গুলি লাগে মইদুলের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।