ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ' না না .... কিচ্ছু করেনি ' এতকিছু পরও স্বামীকে এভাবেই নির্দোষ দাবি করলেন সন্দীপ ঘোষের স্ত্রী। সকাল থেকে কেউ ছিলেন না বাড়িতে। ঝুলছিল তালা। সিবিআই য়ের হাতে আরজি কর মামলার তদন্তভার আসার পর থেকেই ফোকাসে সন্দীপ ঘোষের এই বাড়ি। এর আগে এখানে এসেছিল সিবিআই আর এবার এল ইডি। কারণ সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডিও। তাই এই প্রথমবার আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে হানা দিল ইডি। 


ঘড়িতে তখন সকাল ৬টা ৪০।  কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যান ইডি-র আধিকারিকরা। নিয়ম মাফিক বাড়ি প্রায় ঘিরে ফেলে বাহিনী। কিন্তু ঢোকার উপায় সেই।  বাড়ি তালাবন্ধ। অপেক্ষা করতে থাকেন গোয়েন্দা। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়। এক্ষেত্রে ইডি কি নোটিশ ঝুলিয়ে ফিরে যাবে, নাকি আদালতের নির্দেশ নিয়ে তালা ভাঙবে, এই প্রশ্নটাই যখন জোরালো হচ্ছিল, তখনই আসেন সন্দীপ ঘোষের স্ত্রী। 


 প্রায় ৩ ঘণ্টা বাইরে দাঁড়িয়ে থাকার পর সকাল সাড়ে ৯টা নাগাদ সন্দীপ ঘোষের স্ত্রী এসে তালা খোলায়, বাড়ির ভিতরে ঢোকেন ইডি-র আধিকারিকরা। যদিও সন্দীপের স্ত্রীর জোরালো দাবি, তাঁর স্বামীর বিরুদ্ধে কোনও প্রমাণই পায়নি তদন্তকারী অফিসাররা। সব অভিযোগই মিথ্যে, কোনও দুর্নীতি করেননি সন্দীপ, দাবি করেন স্ত্রী। 


RG করে মেডিক্যালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ইডি তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপার আখতার আলি।  ইডি তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার।  মামলার তদন্তভার SIT-র থেকে নিয়ে CBI-কে দেয় কলকাতা হাইকোর্ট। পরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে ইডি।  


এরই মধ্যে সন্দীপের বাড়িতে তল্লাশি করেছে সিবিআই। সন্দীপ ঘোষের বাড়ি থেকেই মিলেছে, তাঁর বিরুদ্ধে পুলিশে দায়ের হওয়া অভিযোগের আসল নথিপত্র। আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে CBI, সূত্রের খবর। 


আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।