কলকাতা: আরজি কর কাণ্ডে অবশেষে আন্দোলনকারী ডাক্তারদের দাবির একাংশ মেনে নিল রাজ্য সরকার। পড়ুয়াদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাতের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মমতা। আগামীকাল নবান্ন থেকে এই সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মেনে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


এদিন রাতের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি।' সরানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক, সরানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারকে।


স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে আরজি করের ঘটনায় স্বাস্থ্য দফতর তাদের দায়িত্ব পালন করেনি। তাই সেখানেও উচ্চপদের আধিকারিকদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ জানিয়েছিল জুনিয়র ডাক্তাররা। তাঁদের ৩৮ দিনের আন্দোলনের একটি বড়সড় জয় বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বিরুদ্ধে অভিযোগ ছিল। ক্ষোভ জানানো হয়েছিল স্বাস্থ্যসচিবের বিরুদ্ধেও। এই মুহূর্তেই রাজ্যের স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করলেও। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা-অধিকর্তাকে তাঁদের পদ থেকে সরানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের প্রতি পূর্ণ সম্মান রেখে সরানো হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মমতা। আগামীকাল বিকেল চারটের পর এই সংক্রান্ত নির্দেশের বিজ্ঞপ্তি নবান্ন থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এর পাশাপাশি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি বন্ধ করে কাজে ফেরার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।


এদিনই কলকাতা পুলিশের উচ্চপদেও রদবদল করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী ডাক্তারদের ডিসি নর্থ এবং কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল। সেই কথা শুনেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ডিসি নর্থকেও সরানো হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া তিনি বলেছেন, 'আজ বিকেল ৪টার পরে আরও কিছু রদবদল আনব।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন:  'পুলিশ কমিশনার পদে বদল আনব...সরবে ডিসি নর্থও', মিটিংয়ের পর জানালেন মুখ্যমন্ত্রী