কলকাতা: অনশনের ১০ দিন পার। আজ সুপ্রিম কোর্টে ফের আর জি কর-শুনানি। কোন পথে তদন্ত, কী রিপোর্ট দেবে সিবিআই? নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ, জানাতে পারে রাজ্য। 


আর জি কর মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগে গঠিত তদন্ত কমিটির শেষ দিনের শুনানি হয়েছিল শনিবার। ওইদিন ৯ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্ত কমিটি। ওইদিনও ঢোকা-বেরনোর সময় বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিযুক্তরা। তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছিলেন অভিযুক্ত ইন্টার্ন চয়ন ভট্টাচার্য। 


শুনানির সময় ফের তৈরি হয়েছিল উত্তেজনা। ফের উঠল স্লোগান।বিক্ষোভের মুখে পডলেন অভিযুক্তরা।বিক্ষোভের অ্যাম্বি - নির্জন বাগচীকে ঘিরে আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ-খুনের পর যে শব্দবন্ধ আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে, তা হল থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি। যার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ডাক্তারি পড়ুয়ারা।আর জি কর-কাণ্ডের পর রাজ্য়ের একের পর এক সরকারি মেডিক্য়াল কলেজ থেকে আসতে শুরু করেছিল এই অপসংস্কৃতির অভিযোগ। ভাইরাল হয়েছিল হুমকি-শাসানির একাধিক অডিও ক্লিপ। সেই সব অভিযোগের তদন্ত করতে,গঠন করা হয় বিশেষ তদন্ত কমিটি। 


যে কমিটির কাছে ৫৯ জনের বিরুদ্ধে জমা পড়েছিল অভিযোগ। শনিবার ছিল সেই শুনানি ষষ্ঠ ও শেষ দিন। শুনানির জন্য ডাকা হয়েছিল অভিযুক্ত ৯ জনকে। শনিবার তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করে নির্জন বাগচী, নীলাগ্নি দেবনাথ, চয়ন ভট্টাচার্য, সৌরভ মাজি, সাবির আহমেদ-সহ ইন্টার্ন, হাউস স্টাফ ও মেডিক্য়াল পড়ুয়াদের।  আর জি কর মেডিক্যালের বিশেষ তদন্ত কমিটির কাছে গত মাসেই ৭২ জনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ছিলেন ১৩ জন অধ্যাপক-চিকিৎসকও! এই অভিযোগও উঠেছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হওয়ায়, মানিকতলার হস্টেলে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে জুনিয়র চিকিৎসকদের ভয় দেখিয়েছেন অন্তত চারজন চিকিৎসক। সেই ভিডিও তদন্ত কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। 


আরও পড়ুন, আজ কলকাতায় জোড়া কার্নিভাল, ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের


আর জি কর কাণ্ডে সরকারের ভূমিকা ও দুর্নীতির প্রতিবাদে সদ্য় তৃণমূলের রাজ্য়সভার পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন IAS অফিসার জহর সরকার। কনভেনশনে উপস্থিত ছিলেন তিনিও। প্রাক্তন তৃণমূল সাংসদ  জহর সরকার বলেন,'সব দলের মধ্যে উনিশ বিশ পার্থক্য। আপনার লোক থ্রেট করবে টাকা তুলবে আমরা মুখ বন্ধ করে থাকবো এটা চলতে পারে না। যারা এই ধরনের কাজ করে চলেছে তাদেরকে আটকান। আমি ওনাকেও বলেছি কিন্তু সব কথা তো আর ওনাকে বলা যায় না।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।