কলকাতা: আরজি কর কাণ্ডে বিচার চেয়ে আন্দোলন জারি রেখেছে চিকিৎসকেরা। বৈঠকে বসতে চেয়ে ইতিমধ্যেই মুুখ্যসচিবকে ফের ইমেল করেছে জুনিয়র ডাক্তাররা। কারণ তাঁদের বক্তব্য, 'চতুর্থ ও পঞ্চম দাবি এখনও পূরণ হয়নি। হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সরকারি মেডিক্যাল কলেজগুলি থ্রেট কালচার বন্ধ করতে হবে।' যদিও এহেন পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'জুনিয়র ডাক্তারদের দাবি মেনেছে সরকার। এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত।'
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রথম দিন থেকে, আমি নিরাপত্তা দিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি। হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে, সুপ্রিম কোর্টে জানিয়েছে সরকার। আশা করা যায়, ১৪ দিনের মধ্যে সব জায়গায় সিসিটিভি বসানো হয়ে যাবে। ডাক্তারদের দাবিকে সম্মান জানিয়ে সিপি ও স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের সরানোও হয়েছে।' পাশাপাশি তিনি আরও বলেন, 'সিবিআই-কে নিশ্চিত করতে হবে, কোনও অপরাধী যেন ছাড়া না পায়। যত দ্রুত সম্ভব অপরাধীদের সাজার ব্যবস্থা করতে হবে। যদিও রেকর্ড বলছে, গত ১০ বছরে সিবিআই কোনও তদন্তই শেষ করতে পারেনি। বিচারে দেরি মানে, বিচার থেকে বঞ্চিত হওয়া, পোস্ট অভিষেকের ।
আরও পড়ুন, 'পুজোর মুখে বন্যা পরিস্থিতি..' ! ভাসতে পারে এই গ্রামগুলি, ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়ল DVC
অপরদিকে, বৈঠক ইস্যুতে সোশ্যালে মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা। বৈঠকের কার্যবিবরণী থেকে মনে হচ্ছে যে, অচলাবস্থা কাটাতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পর সোশাল মিডিয়ায় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে বিরোধী দলনেতা লেখেন, ন্যায়বিচারের জন্য, শুধুমাত্র কয়েকজন আধিকারিকের বদলি যথেষ্ট নয়। যারা তথ্যপ্রমাণ বিকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তাদেরও জেলে ঢোকাতে হবে। নৃশংস ধর্ষণ-খুনের পর, এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যা কিছু ঘটেছে, তাতে শুধুমাত্র কয়েকজন আধিকারিকের হাত থাকতে পারে না। সকলেই জানে যে, পশ্চিমবঙ্গে একটি পিন বা হাতি সরানোর জন্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সম্মতি লাগে। তাছাড়া কিছু হয় না। তাই এই পুরো পরিস্থিতির জন্য স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ভাবে দায়ী। তাঁর যে শুধুমাত্র পদত্যাগ করা উচিত, তা নয়, পুরো বিষয়টিতে তাঁর ভূমিকা ঠিক কতটা, তারও সঠিক তদন্ত হওয়া উচিত। সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।