নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Congress Leader Rahul Gandhi) নামে বিতর্কিত মন্তব্যের জেরে কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টুর (Union Minister Ravneet Singh Bittu) বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) জনস্বার্থ মামলা (PIL) দায়ের করলেন হিন্দু সেনা (Hindu Sena) (এস)-এর সভাপতি সুরজিৎ যাদব। 


 



তাঁর অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রভনীত সিং বিট্টু কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তার জেরে অশান্তি ছড়াতে পারে। বিঘ্নিত হতে শান্তির পরিবেশ। তাই আদালতের উচিত এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া যাতে আর কেউ এই ধরনের মন্তব্য না করতে পারেন।


প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তিনদিনের আমেরিকা সফরে গিয়ে শিখদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমেরিকার ভার্জিনিয়ায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, "ভারতে লড়াই হয় একজন শিখকে পাগড়ি পরতে দেওয়া হবে কিনা... একজন শিখকে কাড়া পরতে দেওয়া হবে নাকি পাগড়ি পরতে দেওয়া হবে তা নিয়ে। গুরুদ্বারা নিয়েই লড়াই। আর এটা শুধু শিখদের জন্য নয়, সব ধর্মের জন্যই সত্যি।" রাহুল গান্ধীর এই মন্তব্যকে সমর্থন জানায় খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস।


এরপরই বিরোধী দলনেতার বিরুদ্ধে সরব হয়ে ওঠেন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া কেন্দ্রীয় মন্ত্রী হওয়া রভনীত সিং বিট্টু। বলেন, "যদি যারা বোমা তৈরি করে তারা রাহুল গান্ধীকে সমর্থন করে তাহলে মনে করতে হবে তিনি হলেন এক নম্বর সন্ত্রাসবাদী। তিনি দেশকে ভালোবাসেন না কারণ তিনি বিদেশে যান এবং সমস্ত কিছু সম্পর্কে ভুল বলেন।"


কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের জেরে তুমুল বিতর্ক ছড়ায় দেশের রাজনৈতিক মহলে। তিনি ছাড়াও রাহুল গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের শিন্ডে পন্থী শিব সেনা বিধায়কও। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কয়েকজন বিজেপি নেতা যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উল্টোপাল্টা কথা বলছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে।


মঙ্গলবার এই নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু ফের কটাক্ষ করেন রাহুল গান্ধী ও কংগ্রেসকে। বলেন, "ওনাকে কংগ্রেস লোকসভার বিরোধী দলনেতা করলেও পাপ্পু, পাপ্পুই রয়ে গেছে। তাই অন্যদের লেকচার না দিয়ে মল্লিকার্জ্জুন খাড়গের উচিত নিজের পাপ্পুকে শিক্ষা দেওয়া। আমি একজন রাজনীতিবিদ হিসেবে নয় একজন শিখ হিসেবে এই কথা বলছি।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jammu & Kashmir Assembly Polls 2024: জম্মু ও কাশ্মীরে শুরু প্রথম দফার ভোট, নিরাপত্তায় কী ব্যবস্থা নিয়েছে কমিশন