কলকাতা: ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, পাল্টা আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'দাবি না মানলে মানুষের সেবা করব না, এটাও একটা থ্রেট কালচার। হাসপাতালে মানুষ সিনেমা দেখতে যায় না, পরিষেবা নিতে যায়। ২ দিনের মধ্যে ১৪ অগাস্টের লোক করে দেখিয়ে দিক, চ্যালেঞ্জ কল্যাণের।


বিচারের দাবিতে ৫৪ দিন, ডাক্তারদের ডাকে ফের মহামিছিল। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন-মহাসমাবেশের ডাক। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে কাল ফের মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। মহালয়ায় মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের।মঙ্গলবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের নাগরিক মিছিলে এক লক্ষ মানুষের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে যোগ দিচ্ছে ৫৫টি সংগঠন। মিছিলে শামিল হচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান, তিন প্রধানের সমর্থকরা।


মঙ্গলবার শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বুধবার মহালয়ার দিন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে মহামিছিল এবং সমাবেশ। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে মহামিছিল। জুনিয়র ডাক্তারদের মিছিলে যোগ দেবেন সিনিয়ররাও। আর জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতিতে তোপ দাগলেন কল্যাণ। 'বাংলাকে শোকস্তব্ধ করে দিতে চেয়েছিল, জবাব দিয়ে দুর্গা পুজো হবে', পুজোর সময় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তীব্র আক্রমণে কল্যাণ।


অপরদিকে, ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারাকে লঙঘন করার অভিযোগ কল্যাণের। তিনি বলেন,'কেউ চাপ দিয়ে সুপ্রিম কোর্টকে তাদের রাস্তায় আনতে পারবে বলে মনে হয় না। ওরা ঘোমটার আড়ালে রাজনীতি করছে, সিপিএম-ডিএসওর লোক আছে। বিচার আমরাও চাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষের প্রতি অবিচার করে, বিচার হয় না। হাসপাতালে লাইভ স্ট্রিমিং করুক, মানুষ দেখুক ডাক্তাররা কি করছে। দুর্গাপুজো বন্ধ করে রোজগার বন্ধ করে দিতে চেয়েছিল। কর্মবিরতি, না কাজ করা, কতটা অধিকারের ব্যাপার, সে নিয়ে প্রশ্ন আছে।'তিনি আরও বলেন, 'যারা বলেছিল দুর্গাপুজা করতে হবে না তারা তো ফিতে কাটতে চলে গেছে। কলকাতায় যারা আছে তারা আনন্দ ফুর্তি করবে না! শোকস্তব্ধ হয়ে থাকবে?', আন্দোলন সামিল হওয়ায় অভিনেতা-অভিনেত্রীদেরও কটাক্ষ কল্যাণের


আরও পড়ুন, ন্যাশনাল মেডিক্যালে আগুন ! ধোঁয়ায় ঢাকল চারিদিক


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।