কৌশিক গাঁতাইত, আসানসোল: আচমকা আগুন লেগে গেল চলন্ত একটি পুলকারে (Fire in Pool car)। তবে চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের (Assansol) কাকড়শোল এলাকায়।
আরও পড়ুন: Rampurhat News: কাটমানি চেয়ে হুমকি তৃণমূলের অঞ্চল সভাপতির, অডিও ভাইরালের পর অভিযোগ থানায়
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল একটি পুলকার। রাস্তা দিয়ে যাওয়ার সময় কাকড়শোল এলাকায় আচমকা পুলকার থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গে পুলকারের চালক গাড়ি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দেন। এরপর কিছুক্ষণের মধ্যে পুলকারটি দাউদাউ করে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পরে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলকারে থাকা সকল পড়ুয়ারা সুরক্ষিত রয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে হঠাৎ কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে ফোন করে জানানো হয়ে যে কাকড়শোল এলাকায় বেসরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় একটি পুলকারে আগুন লেগে গেছে। এই খবর পাওয়ার পরেই ফাঁড়িতে থাকা পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। তারপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পুলকারে লাগা আগুন নেভানো সম্ভব হয়। কী কারণে চলন্ত ওই পুলকারে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলকার চালককেও। এই ঘটনা যদি কারও গাফিলাতি বা দোষ প্রমাণ হয় তাহলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন সময় ছোট ছোট পড়ুয়াদের যে সমস্ত পুলকারে করে স্কুল নিয়ে যাওয়া হয় সেগুলির রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয় না বলে অভিযোগ। এর ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে পুলকারগুলি। কয়েক মাস আগে প্রশাসনের তরফে পুলকারগুলির কন্ডিশন খতিয়ে দেওয়ার জন্য স্কুলগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তাতে অবস্থার যে খুব একটা পরিবর্তন হয়নি তা আসানসোলের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।