কলকাতা: আর জি কর-কাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। সেই রাতে যে ৪ ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া, তাদের কেন হেফাজতে নিয়ে জেরা নয়?, CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন ।


'রাতে একসঙ্গে খাওয়াদাওয়া, কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে কেন জিজ্ঞাসাবাদ নয়? সেই রাতে যে ৪ ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া, তাদের কেন হেফাজতে নিয়ে জেরা নয়? কোথায় খাওয়াদাওয়া হল? যে কন্টেনারে ডেলিভারি, সেটা কোথায়? কেন তড়িঘড়ি সেমিনার রুমের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল? তড়িঘড়ি ক্রাইম সিনের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল, তার তদন্ত কোথায়?' পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে শিয়ালদা কোর্টে পরিবার। কোনও কারণে FIR-এ দেরি? তা নিয়েও তদন্ত হয়নি বলে অভিযোগ। দেহ সৎকারে তাড়াহুড়ো নিয়ে তদন্ত হয়নি বলে অভিযোগ পরিবারের। কেন পরিবারকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? প্রশ্ন পরিবারের।


CBI ৯০ দিনে চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায় ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই প্রেক্ষাপটে চূড়ান্ত হতাশ আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। সম্প্রতি নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, ক্রাইম সিনে ধস্তাধস্তির চিহ্ন মেলেনি। তবে কি ঘটনার পর ঘটনাস্থল সাজানো হয়েছিল ? ময়নাতদন্তে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হচ্ছে। কিন্তু, ধস্তাধস্তির কোনও শারীরিক প্রমাণ মেলেনি। ক্রাইম সিনকে ভুল পথে চালিত করতে ও ঘটনা পরম্পরা যাতে বোঝা না যায় তাই কি একাজ করা হয়ে থাকতে পারে? আরজি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন থানায় FIR দায়ের করলেন না তা খুঁটিয়ে দেখা দরকার। ওই দিন রাতে সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন দেখা উচিত। তিনি কোথায় ছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন ? 


আরও পড়ুন, কুপ্রস্তাব বৌদিকে ! রাজি 'না' হওয়ায় শেষ অবধি যা হল দুর্গাপুরের বাড়িতে..


 নিহত তরুণী চিকিৎসকের পরিবার প্রশ্ন তুলেছে, কেন ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস ? কেন ৮ অগস্ট রাত ১১টার পর থেকে সিসিটিভি ফুটেজ CBI-কে দেওয়া হল না ? কেন স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরের নজরদারিতে তড়িঘড়ি মৃতদেহ সৎকার করা হয়েছিল? নিহত চিকিৎসকের মোবাইল ফোনের ফ্রিঙ্গারপ্রিন্ট পরীক্ষা কি করা হয়েছে? নতুন করে তদন্তের আবেদন জানিয়ে প্রশ্ন তুলেছে নিহত চিকিৎসকের পরিবার।