কলকাতা: আরজি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক সপ্তাহ। এই অভিশপ্ত দিন যেনও কারও না আসে।এবিপি আনন্দে এমনটাই জানালেন, মৃত চিকিৎসকের পরিবার। সেই সঙ্গে নির্যাতিতার মা দিলেন আরও বড় বার্তা, 'মেয়ের ফোনেই লুকিয়ে থাকতে পারে, সমস্ত রহস্য়ের চাবিকাঠি, সিবিআই খোঁজার চেষ্টা করছে।' 


'সঞ্জয় আসল দোষী নয়, মেয়ের ফোনেই লুকিয়ে রহস্য..' !


আরজি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক সপ্তাহ। এই অভিশপ্ত দিন যেনও কারও না আসে। এবিপি আনন্দে বললেন নিহত চিকিৎসকের মা। কলকাতা পুলিশ ব্যাগ থেকে মেয়ের রিপোর্ট বের করে দেখিয়ে বলে আপনার মেয়ে অসুস্থ, ওষুধ খায়, এবিপি আনন্দে দাবি সদ্য মেয়ে হারানো মায়ের। মুখ্যমন্ত্রীকে বলেছি সঞ্জয় আসল দোষী নয়, ভিতরের কেউ নিশ্চয়ই এর মধ্যে আছে,  বললেন নিহত চিকিৎসকের মা।  


'আমরা সঠিক বিচার চাইছি'


নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, রাজ্য়পাল আমাদের আশ্বস্ত করে গেলেন, আমাদের যতটা সহযোগিতা করতে পারেন, আমরা বললাম কে দায়িত্ব নিয়েছে, কী নিয়েছে, সে তো আমরা জানি না। আমরা সঠিক বিচার চাইছি, কিন্তু বিচারব্য়বস্থা তো এখনও কতটা এগোয়নি, কোনও রেজাল্ট এখনও তো বিচারের আসেনি। বলে, ঠিক আছে, আমি হস্তক্ষেপ করব। এটাই বললেন। 


খুনের জায়গায় তথ্যপ্রমাণ লোপাট করার আশঙ্কা


আর জি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গায় গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আজ সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেন, তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অপরাধের জায়গা আগের মতো নেই। সেই প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের মন্তব্য, ঘটনার তথ্যপ্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গায় তথ্যপ্রমাণ লোপাট করার আশঙ্কা থেকেই যাচ্ছে।  


জিডির ভিত্তিতে কী করে ময়নাতদন্ত?


জিডির ভিত্তিতে কী করে ময়নাতদন্ত? ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর! এটা অত্যন্ত বিরক্তিকর। আর জি কর-কাণ্ডে রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, রাজ্য সরকার এই মামলায় যা করেছে তা আমার ৩০ বছরের কর্মজীবনে কখনও দেখিনি।  


আরও পড়ুন, সপ্তাহান্তে জরুরি কাজে গাড়ি বের করবেন ? এখনই পেট্রোল কিনলে যে দামে পাবেন..


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।