কলকাতা: নামে গ্রাম হলেও সম্পদে সেটি যেকোনও ধনী শহরকেও হার মানাবে। ব্যাঙ্ক থেকে আমানতের পরিমাণ জানলে অবাক হতে হয়। একটুকরো গ্রামটিতে রয়েছে ১৭টি সরকারি ব্যাঙ্ক এবং বেসরকারিও ব্যাঙ্কও। সেখানে ব্যাঙ্ক করতে আগ্রহ প্রকাশ করে অনেক ব্যাঙ্কই, এতটাই অর্থের স্রোত রয়েছে সেখানে। টাইমস নাও সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, ভারতের এই গ্রাম এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম হিসেবে বিবেচিত হয়েছে।

  


গুজরাত রাজ্যেরই মাধাপার গ্রাম এখন এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম হিসেবে পরিচিত পেয়েছে। বৃহস্পতিবার টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামটিতে কম করে হলেও ১৭টি ব্যাঙ্কে রয়েছে। আর এসব ব্যাঙ্কে মোট গচ্ছিত স্থানীয় আমানতের পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা।  


জানা গিয়েছে, এই গ্রামটিতে প্রায় ৩২ হাজার মানুষ বসবাস করে। তাঁদের বেশির ভাগই প্যাটেল সম্প্রদায় ভুক্ত। এই বিপুল পরিমাণ টাকা রাখার জন্য স্টেট ব্যাঙ্ক, পিএনবি, ইউনিয়ন ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো ছাড়াও সেখানে আস্তানা গেড়েছে বেশ কিছু বেসরকারি ব্যাঙ্ক। সব মিলিয়ে মাধাপার গ্রামে ব্যাঙ্কের সংখ্যা দাঁড়িয়েছে এখন ১৭টি। 


এমনকী যেসব ব্যাঙ্ক এখনো শাখা খোলেনি, সেগুলোও ওই গ্রামে শাখা খুলতে আগ্রহী। একটি গ্রামকে কেন্দ্র করে ব্যাঙ্কগুলোর এমন আগ্রহ দেখা যায় না সচরাচর। প্রশ্ন উঠেছে মাধাপারের এমন সমৃদ্ধির নেপথ্যে আসলে কী? প্রকাশিত তথ্য অনুসারে, মাধাপারের সমৃদ্ধির জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিদেশ থেকে আসা অর্থ। 


জানা গিয়েছে, এই গ্রামের অসংখ্য মানুষ প্রবাসী। সরকারি তথ্য বলছে, প্রায় ২০ হাজার বাড়ি রয়েছে মাধাপারে। এর মধ্যে প্রায় ১ হাজার ২০০ পরিবার থাকে বিদেশে। মূলত আফ্রিকার দেশগুলোতেই সবচেয়ে বেশি সংখ্যক পরিবার বসবাস করছে। মধ্য আফ্রিকার নির্মাণশিল্পে গুজরাটিদের আধিপত্য রয়েছে। পাশাপাশি ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং নিউজিল্যান্ডেও গ্রামটির অসংখ্য পরিবারের সদস্যরা থাকেন। এই পরিবারগুলোই বিদেশ থেকে প্রতিবছর কোটি কোটি টাকা পাঠায় স্থানীয় ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে। 


আরও পড়ুন, ভারতের 'নিরামিষ খাবার'-এ মজছে পাকিস্তান, মাটনের বদলে 'Soya Biryani' খেতে লম্বা লাইন!


জেলা পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি পারুলবেন বলেছেন, বিদেশে বসবাস করলেও মাধাপার গ্রামটির সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছেন প্রবাসীরা। তাই বিদেশে অর্থ না জমিয়ে নিজ গ্রামের ব্যাঙ্কগুলোতেই টাকা রাখতে পছন্দ করেন তাঁরা। 


গ্রামটিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার ম্যানেজার উল্লেখ করেছেন, বিপুল আমানত দেশটির সমৃদ্ধিতে অবদান রেখেছে। মাধাপার গ্রামে পানি, স্যানিটেশন এবং রাস্তার মতো মৌলিক বিষয়গুলোর সুব্যবস্থা থাকার পাশাপাশি রয়েছে সুসজ্জিত বাংলো, সরকারি এবং বেসরকারি স্কুল, লেক এবং বেশ কিছু দর্শনীয় মন্দির। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে