কলকাতা: আরজি কর কাণ্ডে সারা দেশজুড়ে চলছে আন্দোলন। টানা বিক্ষোভ-প্রতিবাদে সামিল হয়েছেন ডাক্তাররাও। দিল্লি AIIMS-এর রেসিডেন্ট ডক্টররাও এই ঘটনার প্রতিবাদে তাঁদের বিক্ষোভ-আন্দোলন জারি রেখেছে।


এই আন্দোলনের অংশ হিসেবে AIIMS রেসিডেন্ট ডক্টর্স অ্যাসেসিয়েশন জানিয়েছে তাঁরা সবরকম অ্যাকাডেমিক বা পড়াশোনা সংক্রান্ত কাজকর্ম, ইলেক্টিভ OPD, ওয়ার্ড এবং ওটি পরিষেবা বন্ধ রাখবে। তবে আপৎকালীন পরিষেবা, ICU, আপৎকালীন চিকিৎসা এবং আপৎকালীন অস্ত্রোপচার চালিয়ে যাবে।


এর পাশাপাশি, তাদের তরফ থেকে জানানো হয়েছে রেসিডেন্ট ডক্টররা দিল্লিতে স্বাস্থ্য মন্ত্রকের নির্মাণ ভবনের  সামনে বিনামূল্যে আউটডোর পরিষেবা সচল রাখবে। আজ, ১৯ অগাস্ট থেকে শুরু হবে সেই পরিষেবা।


একটি প্রেস বিজ্ঞপ্তিতে AIIMS RDA-এর তরফ থেকে বলা হয়েছে, সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট-এর অ্যাকশন কমিটি এবং RDA AIIMS-এর সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখনও দাবিগুলি পূরণ না হওয়ায় এই আন্দোলন চলবে। তার সঙ্গে এটাও জানানো হয়েছে অন্তত ৩৬টি বিভাগের Elective OPD Service দেবেন চিকিৎসকরা। তার মধ্যে মেডিসিন,অস্ত্রোপচার, নারী রোগ ও প্রসূতি, শিশুবিভাগ, চক্ষু, হাড়ের মতো বিভাগ রয়েছে। এই OPD হবে নির্মাণ ভবনের সামনে। অন্যদিকে হাসপাতালে চলবে আপৎকালীন পরিষেবা।


 






গত ১ সপ্তাহ ধরেই আউটডোর পরিষেবা বিপর্যস্ত হয়ে রয়েছে। এরই মধ্যে IMA-এর তরফে ২৪ ঘণ্টার জন্য দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়েছিল আরজি করের ঘটনার প্রতিবাদে। স্বাস্থ্যক্ষেত্রে সবস্তরের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে IMA. নিরাপত্তার দাবি নিয়ে ৫ দফা দাবি তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। শনিবার FORDA, IMA এবং RDA এই তিন সংগঠনের প্রতিনিধিদল কলকাতার ঘটনাটির আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে।                                                   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG কর কাণ্ডের মাঝেই মালদায় হাসপাতালে আক্রান্ত ডাক্তার-নার্স, গ্রেফতার TMC নেতা