সৌমিত্র রায়, কলকাতা : পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্য়াগের দাবিতে সোমবার লালবাজার অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা।লালবাজারের আগেই তাঁদের আটকায় পুলিশ। এরপর সেখানেই বসে পড়েন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে আন্দোলনের আঁচ। চিকিৎসকরাও অনড়, কমিশনারের সঙ্গে দেখা না করে তাঁরা নড়বেন না।  আর্থিক দুর্নীতি মামলায় আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। তাতে খুশি তাঁরা। কিন্তু তাঁরা তাঁদের দাবিতে অনড়, প্রতিবাদে নিষ্ঠ। এক ছাত্র মিছিলে দাঁড়িয়েই বলছিলেন, 'আমরা টানা ৩৬ ঘণ্টা ডিউটি করা ডাক্তার, আমাদের ভয় দেখাবেন না'। ঠিক তাই, সারা রাত শিড়দাঁড়া সোজা রেখে বসে রইলেন জুনিয়র ডাক্তাররা। সকালেও প্রতিবাদে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। 


সন্দীপ ঘোষের গ্রেফতারিতে উচ্ছ্বসিত হলেও, পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়ে দেন আন্দোলনরত চিকিৎসকরা। আপাতত দাবি একটাই, বিনীত গোয়েলের পদত্য়াগ।  তাতেই অনড় তাঁরা।  তাই এখনও বি বি গাঙ্গুলি স্ট্রিট প্রতিবাদ-সরণি। 


শুধু জুনিয়র ডাক্তাররা নন, যোগ দিলেন বহু সাধারণ মানুষ। বিনোদন দুনিয়ার প্রতিনিধিরা। জুনিয়রদের লড়াইতে পাশে এসে দাঁড়ালেন অনেক সিনিয়র ডাক্তারও।  জুনিয়র ডাক্তারদের দাবি, অন্তত লালবাজার পর্যন্ত যেতে দেওয়া হোক তাঁদের। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি সত্ত্বেও নাছোড় পুলিশ। সব মিলিয়ে এও যেন এক স্নায়ুযুদ্ধ। ডিউটি শেষে রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবস্থানে বিক্ষোভে সামিল হন অনেক সিনিয়র চিকিৎসকও। নিহত নির্যাতিতার জন্য বিচার পেতে তাঁরা যে রাতের পর রাত জাগতেও প্রস্তুত, তা স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। 


চিকিৎসকদের রাত দখলে পাশে থাকতে তারকা তকমা দূরে সরিয়ে রেখে নাগরিক হিসেবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হন সেলিব্রিটিরাও। রাতে চিকিৎসক পড়ুয়াদের অবস্থান বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী সোহিনী সরকার, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা। ছিলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীও। শোভন ও অভিনেত্রী সোহিনী আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাত জাগেন। গানে ও গিটারের ছন্দে গভীর রাতে মুখর হয়ে ওঠে বি বি গাঙ্গুলি স্ট্রিট। 



প্রতিবাদের ভোর


পনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন 


CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, কী বললেন নির্যাতিতার বাবা ?