অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : একমাত্র সন্তান হারিয়েছেন। বিচারের দাবিতে সরব হয়েছেন। বুকে যন্ত্রণা চেপে রেখেই শিরদাঁড়া শক্ত করে দাঁড়িয়েছেন। বিচারের আশায় ছুটে বেড়াচ্ছেন। এবার হারানোর যন্ত্রণা বুকে নিয়েই, বিচারের দাবিতে আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করলেন নিহত চিকিৎসের মা-বাবা। আন্দোলনকারীদেরকেই এখন সন্তান হিসেবে দেখছে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা দু'জোড়া চোখ।
নিহত চিকিৎসকের বাবা শুক্রবার এবিপি আনন্দ-র কাছে ডুকরে উঠে বললেন, ' ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি। প্রয়োজন হলে এরপর আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব। এটাই পর্যন্ত বলতে পারি। কারণ, আমরা বিচার চাই।'
চিকিৎসকের বাবা-মায়ের দাবি, নিরপেক্ষভাবে যাঁরা তাঁদের ডাকবেন, তাঁদের সঙ্গে গিয়েই তাঁরা আন্দোলন করবেন। শুধু মেয়ের বিচার চান তাঁরা। এবার কি তবে কিছুটা আশাহত তাঁরাও? কলকাতা হাইকোর্টের নির্দেশে R G কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার তদন্ত করছে সিবিআই। তদন্তভার হাতে নেওয়ার ১০ দিন পর কী করছে CBI? তা জানতে শুক্রবার বিকেলে সরাসরি সিবিআই দফতরে হাজির হন আর জি কর মেডিক্য়ালের আন্দেোলনকারীরা। কথা বলেন সিবিআই অফিসারদের সঙ্গে।
আরও পড়ুন : পলিগ্রাফ টেস্টের অনুমতি, ৬ সেপ্টেম্বর অবধি জেল হোফাজত সঞ্জয়ের
নিহত চিকিৎসকের বাবা আরও বললেন, 'আমরা তো একটা ভাল এজেন্সি চেয়েছিলাম। CBI একটা ভাল এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করুক এই ব্যাপারটায়। এতো আমরাই ধৈর্য হারাচ্ছি প্রতিদিন, ১৪ দিন হয়ে গেল, কোনও রেজাল্ট পাইনি। ' মেয়ে হারানো বাবার আর্জি, 'এতো বড় ঘটনার তদন্ত করে কিছু একটা কুলকিনারা করুক। তারা তো কোনও কুলকিনারা এখনও করতে পারেনি।'
এরইমধ্য়ে সুবিচারের দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ। এদিন পুলিশের চোখ এড়িয়ে স্বাস্থ্যভবনে ঢুকে বিক্ষোভ দেখায় সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম। শুক্রবার, CGO কমপ্লেক্সে বিক্ষোভ দেখান বিধাননগর বার অ্য়াসোসিয়েশনের আইনজীবীরা। এবার কি হবে কোনও কুল কিনারা ?
এরই মধ্যে আবার আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের মামলাতেও তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই। হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য় সরকার। সন্দীপ ঘোষের আমলের দুর্নীতির অভিযোগের তদন্তও শনিবার CBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে। তিন সপ্তাহ পর তদন্তের স্টেটাস রিপোর্ট আদালতকে জানাতে হবে ।