কলকাতা :  আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত, সিভিক ভলান্টিয়ার  সঞ্জয় রায়, আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ রায় সহ ৭ জনের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল CBI। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আবেদনের ভিত্তিতে, শুক্রবার এই অনুমতি দিল শিয়ালদা আদালত। সন্দীপ ঘোষ,

  ধৃত সঞ্জয় রায় ছাড়াও,  পলিগ্রাফ করা হবে, ৪ জুনিয়র ডাক্তার ও এক সিভিক ভলান্টিয়ারের, যিনি আর জি কর কাণ্ডে ধৃত, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। 


আর জি কর মেডিক্যালে ডাক্তার ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে পেশ করা হয় শুক্রবার । ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত দেওয়া হল এই মামলায় একমাত্র ধৃত সঞ্জয় রায়ের। সূত্রের খবর, শিয়ালদা আদালতে অভিযুক্ত সঞ্জয় রায়কে একদিনের হেফাজতে চেয়েছিল সিবিআই। কিন্তু শিয়ালদা আদালত সিবিআই হেফাজত না দিয়ে,  ৬ সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়কে জেল হেফাজত দেয়।   


সঞ্জয় রায়ের নিরাপত্তার জন্য শিয়ালদা আদালত জুড়ে আজ ছিল CISF বাহিনী। সেই সঙ্গে পলিগ্রাফ পরীক্ষার জন্য সম্মতি দিয়েছে সঞ্জয় রায়। শিয়ালদা আদালতে তোলার আগে এদিন বিক্ষোভ দেখায় বাংলাপক্ষ। সংগঠনের তরফে দেওয়া হয় স্লোগান।  


সঞ্জয় রায় পেশায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার।  তবে অভিযোগ উঠছে, নামে সিভিক ভলেন্টিয়ার হলেও, সঞ্জয়ের দাপট পুলিশের থেকে কোনও অংশে কম ছিল না। পুলিশের টহলদারি মোটরবাইক সে নিজের নামে বরাদ্দ করিয়ে নিয়েছিল। তা নিয়েই দাপিয়ে বেড়াত এলাকায়। এমনকী থানায় জমা না দিয়ে মাঝেমধ্যেই নিজের কাছেই সেই বাইক রেখে দিত সঞ্জয়। এতটাই প্রতাপ ছিল সঞ্জয়ের। এত স্পর্ধা কীভাবে পেল সঞ্জয়? সেই উত্তরই খুঁজছে সিবিআই। সেই সঙ্গে প্রশ্ন, একা সঞ্জয়ই কি এই কাজে যুক্ত ছিল ? সেদিন কেন তিনবার আরজি করে গিয়েছিল সে ? আগে থেকেই কি সে ছক কষে রেখেছিল? মিলবে কি উত্তর? পলিগ্রাফ টেস্টে অনেক তথ্যই আসতে পারে সামনে ।  সূত্রের খবর, এতদিন পর্যন্ত যা জিজ্ঞাসাবাদ হয়েছে, তাতে অনেক কিছুরই সদুত্তর দেয়নি সঞ্জয়। এবার কী এড়িয়ে যাওয়া প্রশ্নেরও উত্তর মিলবে? 


এবার সন্দীপ ঘোষকে আষ্টেপৃষ্টে ধরবে ইডি? বড় খবর আজই 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।