কলকাতা: RG Kar কাণ্ডের মাঝেই ফের আরও একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এল। এবার ফের খাস কলকাতার আনন্দপুরে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। একদিকে আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সরব সারা দেশ। ঠিক এমন এক পরিস্থিতিতে আনন্দপুরের এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 


এদিন সুকান্ত মজুমদার বলেন, 'দিদি-র তৈরি নিরাপদ শহরে আরও এক নির্ভয়ার করুণ পরিণতি। এত নৃশংস অত্যাচার হয়েছে, যে চেনা যাচ্ছে না দেহ। আনন্দপুরে বাইপাসের ধারে ঝোপ থেকে উদ্ধার হয়েছে দেহ। এটা কোন রাজ্য মুখ্যমন্ত্রী?', প্রশ্ন ছুড়ে দেন তিনি। সুকান্তর সংযোজন, 'মহিলাদের সুরক্ষা ও মর্যাদার দায়িত্ব কার? এর পরেও কি ক্ষমতা আঁকড়ে থাকবেন? এবার ইস্তফা দিন। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ', সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির রাজ্য সভাপতির। 


এদিন সাতসকালে আনন্দপুরে ইএম বাইপাসের কাছে ঝোপের ধারে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন, মুখের ডান দিক থেঁতলে গিয়েছে। পাঁজরের হাড় ভাঙা, পায়ে একাধিক আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দেহের কাছে মাটিতে গাড়ির চাকার দাগ এবং কিছুদূর গিয়ে গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাই খুনের পাশাপাশি, দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এদিন সকালে স্থানীয়রাই প্রথমে ইএম বাইপাস থেকে চিনা মন্দির যাওয়ার রাস্তায় ঝোপের ধারে মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। পরে আনন্দপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে। 


আরও পড়ুন, RG Kar কাণ্ডের মাঝেই মহারাষ্ট্রের স্কুলে যৌন নিগ্রহ ২ শিশুকে ! মুখ খুললেন শিন্ডে, 'দোষীরা ছাড় পাবে না..'


অপরদিকে, এদিন আরজিকরের ঘটনায় সুকান্ত মজুমদার নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীও বলছেন We Want Justice। আরে কার বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস বলছেন ? যার উপর বাংলার মানুষ নৈতিক দায়িত্ব দিয়েছিল, আপনি সেখানে ব্যর্থ, আপনি অপদার্থতা প্রমাণ করেছেন।  আপনি আপনার পদ থেকে পদত্যাগ করুন।আপনাকে জনগণ দায়িত্ব দিয়েছে জাস্টিস দেওয়ার। কালকে যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, আমি ওন্য কারও দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাঁকাবো। মুখ্যমন্ত্রী হিসেবে যে, আপনি আমার মেয়েকে জাস্টিস দেবেন। সেরকম সেই মেয়েটির বাবা ও মা তিনি তাকিয়ে ছিলেন আপনার দিকে। আরজিকরে যাওয়ার পর বাবা-মাকে নিজের মেয়ের কাছে যেতে দেওয়া হয়নি। কেন ?'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।