RG Kar Case: 'RG করের প্রতিবাদ মিছিলে যোগ দিলে সাসপেন্ড করব দল থেকে..', হুঁশিয়ারি TMC বিধায়কের, ভাইরাল অডিও

TMC MLAOn RG Kar Protest: আর জি কর-কাণ্ডের প্রতিবাদের মাঝেই ভাইরাল অডিও ক্লিপে, পথে নামা আটকাতে হুঁশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে !

Continues below advertisement

শান্তনু নস্কর ও পূর্ণেন্দু সিংহ, দক্ষিণ ২৪ পরগনা: পরিবারের কেউ প্রতিবাদ মিছিলে যোগ দিলে দল থেকে সাসপেন্ডের হুঁশিয়ারি দিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। ভাইরাল অডিও ঘিরে বিতর্কের ঝড়। তৃণমূল মানেই হিংসা, হুমকি, ভয় দেখানো। সোশাল মিডিয়ায় অডিও পোস্ট করে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক। 

Continues below advertisement

আর জি কর-কাণ্ডে প্রতিবাদ রুখতে 'হুঁশিয়ারি'

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ এখন সর্বত্র। গর্জে উঠেছেন সর্বস্তরের মানুষ। এই প্রেক্ষিতে একটি ভাইরাল অডিও ক্লিপে, পথে নামা আটকাতে হুঁশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে! চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে রবিবার মিছিলের ডাক দেন ক্যানিং ডেভিড সেশুন হাইস্কুলের প্রাক্তনীরা। কেউ যাতে এই মিছিলে যোগ না দিতে পারেন, সেজন্য় দলের কর্মীদের কার্যত ফরমান জারি করেন তৃণমূল বিধায়ক। 

'RG করের প্রতিবাদ মিছিলে যোগ দিলে সাসপেন্ড করব দল থেকে..'

ভাইরাল অডিও। ক্যানিং পশ্চিম তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে বলতে শোনা যায়,  সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে নির্দেশ দিন যে, কোনওভাবে কোনও মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় বাড়ির কোনও ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেইদিন বেরোয়, আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে।

আরও পড়ুন, 'দেহ উদ্ধারের দিন সেমিনার হলে লাল জামা পরা ব্যক্তি SSKM-র চিকিৎসক পড়ুয়া অভীক দে..' ! দাবিতে অনড় IMA

'হিম্মত থাকলে এদের নিয়ে মিছিল করে দেখাও'

আর জি কর-কাণ্ডে প্রতিবাদ রুখতে 'হুঁশিয়ারি'। রবিবার প্রতিবাদ নিয়ে আপত্তিকর ভাষায় আক্রমণ শানাতে শোনা গেছে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, এরা গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। এরা অনেক বেড়ে গেছে। মিথ্যা অপপ্রচার করে বলছে আমরা কন্যাশ্রী, একশো দিনের কাজের টাকা, লক্ষ্মীর ভান্ডার, পুজোর অনুদান চাইনা। হিম্মত থাকলে এদের নিয়ে মিছিল করে দেখাও। তাহলে বাপের বেটা বলব।সব মিলিয়ে প্রতিবাদ-বিক্ষোভ ঘিরে রাজনৈতিক তরজার পারদও চড়ছে সমানতালে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
Continues below advertisement
Sponsored Links by Taboola