কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে SFI-DYFI-এর মিছিল।  বৃষ্টি মাথায় নিয়েই লালবাজার অভিযান মীনাক্ষীদের। এদিন মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, এই যে অপরাধীদের বাঁচানোর যে ড্রামাবাজি, সেটা রাজ্যের মানুষ সহ্য করবে না।

  


সাংবাদিক: লালবাজার যেতে ভয় পাচ্ছেন ?


মীনাক্ষী: আপনার দেখে মনে হচ্ছে এরা ভয় পেয়ে বাড়ি ছেড়ে এসেছে সকালবেলা ? বামপন্থীদের গ্রেফতার করতে পুলিশের কোনও কারণ লাগে নাকি ? ১৩ বছর ধরে বামপন্থীরা পুলিশের গ্রেফতার , পুলিশের মার, পুলিশের মিথ্যে মামলা, আর ওদের ছাতার তলায় যে তৃণমূল বিজেপিরা থাকে, তাঁদের হাতে খুন হয়েছে, ঘরছাড়া হয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে। বামপন্থীরা ভয় পায় না। ভয় পেলে বামপন্থীরা নিজেদের বুক দিয়ে, ছাত্র যুব মহিলারা মৃতদেহকে আটকে দিত না।  যদি ছাত্র যুব মহিলারা ভয় পেত, সেমিনার হল ভাঙার প্রথমদিন আমরা আটকে দিতাম না। যদি এটা আমাদের অপরাধ হয়েছে, এই অপরাধ আমরা বারে বারে করব।


এদিন এক প্রতিবাদী বামকর্মী বলেন,' আমাদেরকে গত কয়েকদিন ধরে টানা, যারা আরজিকরের ঘটনায় যারা প্রতিবাদী, তাঁদেকে রাত বারোটা একটা পুলিশ গিয়ে চিঠি দিয়ে আসছিল দেখা করার জন্য। অথচ যারা আসল অপরাধী তাঁরা রাস্তায় ঘরে বেড়াচ্ছে, তাঁদের প্রতি পুলিশের কোনও নজর নেই।  গোটা বাংলার প্রতিবাদী মানুষজন, ছাত্র-যুব-মহিলারা,  এসেছি দেখা করতে। আমরা পুলিশের সঙ্গে কথা বলতে চাই যে, আমাদের সঙ্গে কী অসুবিধা আছে ? আর আমাদেরকে ছেড়ে, এই হেনস্তা বাদ দিয়ে আসল অপরাধীকে ধরার দিকে পুলিশ নজর দিক।' 


 আরও পড়ুন, ধেয়ে আসছে প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে ভারী বর্ষণের আশঙ্কা উপকূলবর্তী এলাকায়


অপরদিকে, আর জি কর-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামে একটি সংগঠন। আর অরাজনৈতিক এই কর্মসূচিতে অংশগ্রহণ ঘিরে এবার বিজেপির অন্দরে শোনা গেল ভিন্ন সুর। নবান্ন অভিযানের কর্মসূচিতে যোগ দেবেন বলে বুধবারই জানিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।