South 24 Parganas News: ধেয়ে আসছে প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে ভারী বর্ষণের আশঙ্কা উপকূলবর্তী এলাকায়
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুর্যোগ এড়াতে নামখানা থানার পুলিশের পক্ষ থেকে মৎস্যজীবী ও উপকূলের বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে।
রাতভর বৃষ্টি হয়েছে জেলাজুড়ে। সকাল থেকে দফায় দফায় টানা বৃষ্টি চলছে জেলায়।
বৃষ্টির পাশাপাশি সুন্দরবনের উপকূলে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। পাশাপাশি জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ।
টানা বৃষ্টি ও জলস্তর বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের নামখানা, সাগর, পাথরপ্রতিমা, গোসাবায় বাঁধে ধস নেমেছে।
অনেক এলাকায় জল ঢুকছে। আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
মৎস্যজীবী সংগঠনগুলি ইতিমধ্যে মৎস্যজীবী ট্রলারদের ফিরে আসার নির্দেশ দিয়েছে।
নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -