কলকাতা: আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Doctors Death Mystery) CBI-এর জিজ্ঞাসাবাদ  ।  আর জি কর হাসপাতালের চেস্ট বিভাগের চারজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির বয়ান নেওয়া হচ্ছে আজ। ওই চারজন পিজিটির মধ্যে একজন হাউসস্টাফ। CBI সূত্রে খবর, ওই চারজনের মধ্যে ২ জন পিজিটি গত ৮ অগাস্ট ঘটনার রাতে ডিউটিতে ছিলেন।


 বুধবারের রাতের তাণ্ডবের পর আর জি কর মেডিক্যালে গেল CBI-এর টিম। হামলার সঙ্গে কি ধর্ষণ-খুনের যোগ আছে? ঘটনাস্থলের ক্ষতি করা হয়েছে? কেন্দ্রীয় এজেন্সি তা জানার চেষ্টা করছে বলে সূত্রের খবর। অন্যদিকে অপসারিত MSVP থেকে ৮জন ডাক্তারি পড়ুয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করল CBI. নিহতের বাড়িতেও গেলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে CBI.বুধবার রাতের তাণ্ডবের পর বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজে যায় CBI-এর টিম।


সূত্রের দাবি, কেন্দ্রীয় তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, রাতে কী কী ভাঙচুর করা হয়েছে?কেন হামলা?চিকিৎসক খুনের সঙ্গে কি এই হামলার কোনও যোগ থাকতে পারে, সেইসব বিষয় জানার চেষ্টা করছে CBI. এছাড়াও যেখানে ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই সেমিনার রুমের কোনও ক্ষতি করা হয়েছে কিনা বা সেরকমই কিছু উদ্দেশ্য ছিল কিনা, তাও জানার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। সেই সঙ্গে CBI আরও জানতে চাইছে, যে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখানেই কি তাঁকে খুন ও ধর্ষণ করা হয়েছিল? নাকি অন্যত্র খুন করে, সেমিনার রুমে মৃতদেহ এনে রাখা হয়েছিল? এদিকে চিকিৎসক খুন ও ধর্ষণের তদন্তে বৃহস্পতিবার, চতুর্মুখী জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় এজেন্সি।


আরও পড়ুন, RG কর কাণ্ডে ধর্মঘট, জেলায় জেলায় বন্ধ বাস পরিষেবা, কী অবস্থা লোকাল ও দূরপাল্লার ট্রেনের ?


আর জি কর মেডিক্যালের প্রাক্তন মেডিক্য়াল সুপারিনটেন্ডেন্ট চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং আরও একজন চিকিৎসককে CGO কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পর থেকে কোন পথে এগিয়েছিল তদন্ত, সে বিষয়ে জানাতে এদিন টালা থানার ওসি ও কলকাতা পুলিশের হোমিসাইড শাখার ৩ অফিসারও CGO কমপ্লেক্সে যান। পাশাপাশি, আর জি কর মেডিক্যাল কলেজের ৮ জন পড়ুয়া-চিকিৎসককেও  জিজ্ঞাসাবাদ করে CBI. ৮জনের মধ্যে সেই চারজনও ছিলেন, মৃত্যুর আগে যাঁদের সঙ্গে রাতে খাবার খেয়েছিলেন নিহত চিকিৎসক।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।