কলকাতা: আর জি কর হাসপাতালে বেলাগাম দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আরও ৯ জন গ্রেফতার। শেষ অবধি পাওয়া খবরে, জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২৫। তাণ্ডবে অভিযুক্তদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে আগেই সন্ধান চেয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ছবি দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। 


পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব


মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। ভাঙচুর চলল জরুরি বিভাগ থেকে মেডিসিন সেন্টার। তছনছ করে দেওয়া হল জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চ। নেপথ্যে রাজনীতি দেখছে আন্দোলনকারীদের একাংশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও অবধি ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এক লজ্জার প্রতিবাদের মাঝেই আরেক লজ্জা!আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে, গোটা রাজ্য়ে, গোটা দেশে মেয়েরা যখন রাতের দখল নিয়েছে, তখন সেই আর জি কর হাসপাতালেই ঘটল আরেক জঘন্য় ঘটনা। পুলিশের সামনেই সেখানে অবাধে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা।


'উদ্দেশ্য়প্রণোদিতভাবে শাসকদলের আশ্রিত কিছু লোকজন ছিল'


কী উদ্দেশ্য়ে হামলা? আর জি কর মেডিক্য়াল কলেজ আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়া  অনিকেত মাহাতো বলেন, উদ্দেশ্য়প্রণোদিতভাবে শাসকদলের আশ্রিত কিছু লোকজন ছিল। প্রমাণ নষ্টের একটা চেষ্টা এই বহিরাগত যে দুষ্কৃতীরা ছিল, তাদের দ্বারা করা হয়েছে। ভাঙচুর চলে জরুরি বিভাগ থেকে শুরু করে নার্সিং স্টেশন , মেডিসিন স্টোর।আর জি কর মে়ডিক্য়াল কলেজের ব্য়ারিকেড ভাঙার এই ছবিকে হাতিয়ার করে পাল্টা তৃণমূলের দাবি এই ছবি থেকেই স্পষ্ট বাম ছাত্র-যুবরা গোটা ঘটনার সঙ্গে জড়িত। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'বহিরাগত কিছু রাজনৈতিক লোক, যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম। তারা একত্রিত হয়ে, এই গন্ডগোলটা করেছে।' 


আরও পড়ুন, RG কর কাণ্ডের প্রতিবাদে আজ বাংলা বনধের ডাক, নির্দেশিকা জারি করল নবান্ন


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।