কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে SUCI. SUCI-র ধর্মঘট ঘিরে জেলায় জেলায় উত্তেজনা ছড়িয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত চলে ধামুয়া স্টেশন অবরোধ। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয় লাইন থেকে। তবেহাওয়া স্টেশন সূত্রে খবর, পূর্ব ও দক্ষিণ-পূর্ব দুটি শাখাতেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
হাওয়া স্টেশন সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও রেল স্টেশনে কোনও অবরোধের ঘটনা ঘটেনি। এরফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময়েই লোকাল ও দূরপাল্লার ট্রেন ছেড়ে গিয়েছে। যেই ট্রেনগুলি হাওড়ায় পৌঁছনোর কথা ছিল, সেগুলি নির্ধারিত সময়েই ঢুকেছে। পাশাপাশি এখনও অবধি পাওয়া খবরে, উল্টোডাঙায় স্বাভাবিক রয়েছে অটো-বাস-ট্যাক্সি পরিষেবা। যদিও জেলায় জেলায় ব্যাহত বাস পরিষেবা।
জলপাইগুড়িতে সর্বাত্মক ধর্মঘট। বন্ধ দোকান-পাট। বেসরকারি বাস পরিষেবা পুরোপুরি বন্ধ। ডুয়ার্সের উদ্দেশে কোনও বেসরকারি বাস চলছে না। পুলিশি নিরাপত্তায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ডিপো থেকে সরকারি বাস চলাচল করছে। বীরভূমে বন্ধ বাস পরিষেবা। মেদিনীপুর কলেজের সামনে উত্তেজনা। এসইউসিআই কর্মীদের সঙ্গে টিএমসিপি সমর্থকদের বচসা, ঠেলাঠেলি। এসইউসিআই কর্মীরা ধর্মঘট সফল করার চেষ্টা করলে বচসা।
পরে পুলিশ এসে দুপক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে দক্ষিণ বারাসাত এলাকায় কুলপি রোড অবরোধ। বহড়ুবাজারেও রাস্তা অবরোধ। ক্যানিংয়ে ধর্মঘটের সমর্থনে মিছিল। রায়দীঘিতে পিকেটিং SUCI কর্মীদের। এদিকে 'সরকারি কর্মচারীরা অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে', SUCI-র বন্ধের ডাক নিয়ে নির্দেশিকা জারি করল নবান্ন।
আরও পড়ুন, আরজি করে দুষ্কৃতী তাণ্ডব কাণ্ডে গ্রেফতার আরও ৯ 'পুলিশকে মারধরের ঘটনায়..'
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বাজারে ধর্মঘটের সমর্থনে SUCI-এর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনার ভিডিও প্রকাশ করে SUCI-এর অভিযোগ, দু'পক্ষের বচসা চালাকালীন তৃণমূলের পঞ্চায়েত সদস্য রমেশ মাইতি আচমকা তাঁদের কর্মীদের মারতে যান। ধাক্কাধাক্কি থেকে কার্যত হাতাহাতির উপক্রম হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)