কলকাতা: আরজিকরে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। ইতিমধ্য়েই আন্দোলনকারীদের চাপে আর জি কর মেডিক্যালের ৪ অফিসারকে সরিয়েছে সরকার। এদিকে এমনই এক পরিস্থিতির মধ্য়ে প্রায় ১৩ ঘণ্টা, এখনও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ।
শুক্রবার থেকে বুধবার-টানা ৬দিন ম্যারাথন সিবিআই জিজ্ঞাসাবাদ। সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মধ্যেই সন্দীপের বিরুদ্ধে পুলিশের FIR। নির্যাতিতার পরিচয় প্রকাশের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষকে লালবাজারে তলব। এদিকে, আন্দোলনকারীদের চাপে আর জি কর মেডিক্যালের ৪ অফিসারকে সরাল সরকার । আর জি কর-কাণ্ডে তোলপাড়, সরানো হল অধ্যক্ষ-সহ ৪ শীর্ষ আধিকারিককে । সরানো হল আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ, এমএসভিপি, অ্যাসিস্টান্ট সুপারকে । সরানো হল আর জি কর মেডিক্যালের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও। কলকাতা ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও সরানো হল সন্দীপ ঘোষকে।
সন্দীপ ঘোষকে টানা ছদিন সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। কিন্তু এখনও সেরকম কোনও উল্লেখযোগ্য় তদন্তের অগ্রগতি সামনে আসেনি। আজ জুনিয়র ডাক্তারদের মিছিল থেকেই তা নিয়েই প্রশ্ন উঠল। অন্য়দিকে, দুর্নীতির অভিযোগে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ED তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করলেন, আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি স্পিকার, আখতার আলি। তাঁকে চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ। কিন্তু আন্দোলনকারী-প্রতিবাদী সবার মনে প্রশ্ন একটাই, প্রতিদিন জেরা করে আর জি কর মেডিক্য়াল কলেজের সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে কী বের করতে পারল CBI?
CBI তদন্তে কবে ব্রেক-থ্রু মিলবে? আরজিকর মেডিক্য়াল কলেজ আন্দোলনকারী পড়ুয়া অনিকেত মাহাতো বলেন, ১৩, ১৪ , ১৫ থেকে শুরু করে আজ ২১ তারিখ অবধি হয়ে গেল, আর কতদিন অপেক্ষা করব? যদি আমাদের কাজে ফিরতেই হয়, তাহলে আমাদের এটা জানতে হবে, যে একাধিক ব্যক্তি যে ঘটনার সঙ্গে জড়িত, তাহলে বাকিরা কোথায়? বাকিরা কোথায় তার উত্তর তো CBI-কে দিতে হবে। আস্থার মর্যাদা তো দিতে হবে। CBI-কে যদি তার নিজের আস্থা রাখতে হয়, মর্যাদা যদি রাখতে হয়, তাহলে তাদেরকে এর উত্তর দিতে হবে।
আরও পড়ুন, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু কলকাতায়, আগামীকালও রেহাই নেই ? কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক সায়ন মণ্ডল বলেন, হাইকোর্টের নির্দেশে তদন্তভার CBI-এর হাতে গেছে। আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছি প্রকৃত অপরাধী কে কে সেটা দ্রুত চিহ্নিত করার উদ্দেশে। কিন্তু, আজ ৬ দিন হয়ে গেল, সেরকম কোনও ক্লু কিন্তু পাওয়া য়ায়নি। সেরকম সিবিআই কিন্তু, মুখ ফুটে কিছু বলছে না এবং আগে যে ধরা পড়েছিল সঞ্জয়, সঞ্জয় রায় সেটা বাদ দিয়ে অন্য কোনও অপরাধীর নাম কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। সোমবার নিহত চিকিৎসকের মা-বাবার সঙ্গে ৫ ঘণ্টা কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।