কলকাতা:  RG কর কাণ্ডের প্রতিবাদে ধর্না শুরুর আগে ধর্নামঞ্চই উধাও। তাও আবার খোদ রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিজেপি। আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ধর্না কর্মসূচি নিয়েছে বিজেপি। এদিকে কর্মসূচির মাঝেই BJP কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, 'আমরা আদালতে যাচ্ছি..।'


 'সুকান্তর ধর্নামঞ্চ খুলে নিয়ে গেল পুলিশ..'! 


শ্য়ামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গতকালই মঞ্চ বেঁধেছিল গেরুয়া শিবির।আজ ওই ধর্নামঞ্চে অবস্থানে বসার কথা ছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। মঞ্চ বাঁধার অনুমতি দেয়নি পুলিশ। বিজেপি যুব মোর্চার দাবি, ভোর পাঁচটাতেও ধর্নামঞ্চে ছিলেন তাঁরা। বিজেপি কর্মীদের অভিযোগ, সকাল ১০টা নাগাদ তাঁরা গিয়ে দেখেন ধর্নামঞ্চ উধাও। গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশই মঞ্চ খুলে নিয়ে গেছে। পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


RG কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে SUCI


আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে SUCI। ধিক্কার দিবস পালন করছে বামেরা। দুপুর ২টোয় বিজেপির রাস্তা রোকো। আজ এসইউসিআই-র বাংলা বনধের ডাক। এদিকে গরহাজিরায় কাটবে বেতন, হুঁশিয়ারি নবান্নের। অপরাধীর ফাঁসির দাবিতে আজ দুপুর ৩টেয় মৌলালিতে মিছিলে  থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল ভাঙচুর চালিয়ে ত্রাসের রাজ! নেপথ্যে রাম-বাম চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন, RG কর মেডিক্যালে ভাঙচুর, হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য 'পূর্বপরিকল্পিত ঘটনা..'


আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্য়াগ চেয়ে প্রতিবাদে সরব বিজেপি


এদিকে আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্য়াগ চেয়ে প্রতিবাদে সরব বিজেপি। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপি-র মহিলা মোর্চা। অতীনকে দিয়ে হামলা মুখ্যমন্ত্রীর, পাল্টা অভিযোগ শুভেন্দুর।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।