কলকাতা: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার দ্রোহের গ্যালারি। বিভিন্ন মেডিক্যাল কলেজে আন্দোলন-প্রতিবাদের বিভিন্ন ছবি প্রদর্শনীর আয়োজন করেছিল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। বিচারের দাবিতে আন্দোলন চলবে, জানিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এবার সেখানেই তাণ্ডবের অভিযোগ উঠল। কলকাতা মেডিক্যালে দ্রোহের গ্যালারিতে ভাঙল অভয়া মূর্তি। রাতে দ্রোহের গ্যালারিতে দুষ্কৃতীদের তাণ্ডব, অভিযোগ আন্দোলনকারীদের। গতকাল কলকাতা মেডিক্যালে দ্রোহের গ্যালারিতে অভয়ার প্রতীকী মূর্তি বসানো হয়।
আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর ৩ মাস পেরিয়ে গেছে। অনশন আন্দোলন থেকে প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজার অভিযান বা স্বাস্থ্য ভবন অভিযান। গত ৯০ দিনে আন্দোলনের অন্য ভাষা দেখেছে বাংলা। সুপ্রিম কোর্টে চলছে মামলার শুনানি। শিয়ালদা আদালতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। কিন্তু, আর জি কর-কাণ্ডে এখনও অধরা বিচার।
শনিবার ফের নিহত চিকিৎসকের বাড়িতে যান CBI অফিসাররা। কথা বলেন নিহত চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে। তবে বিচার এখনও অধরা। আন্দোলনের সমস্ত খণ্ডচিত্র একত্র করে এবার আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে সরব হয়েছেন জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। যার পোশাকি নাম দেওয়া হয়েছে দ্রোহের গ্যালারি। নিহত চিকিৎসকের হাসপাতাল আর জি কর-মেডিক্যালে কলেজে আন্দোলনের বিভিন্ন ছবি থেকে হাতে আঁকা ছবির মাধ্যমে বিচারের দাবিতে সরব হলেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সির পাশে তুলে ধরা হয়েছে আন্দোলনের ছবি থেকে সংবাদ প্রতিবেদন সমস্ত কিছুই।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে শ্যামবাজারে আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মূর্তি উধাও হয়ে যায়। শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে SFI-DYFI-এর ধর্নামঞ্চ হয়েছিল। সেখানেই বসানো হয়েছিল নিহত চিকিৎসকের প্রতীকী মুখাবয়ব। শ্যামবাজারে বাম ছাত্র-যুবর ধর্না-অবস্থান চলেছিল ৩-২৫ সেপ্টেম্বর। বামেদের অভিযোগ, শনিবার থেকে সেই মূর্তি উধাও। DYFI-এর কলকাতা জেলা কমিটির তরফে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে