কলকাতা:  আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI।'৩ ভেন্ডরের কাছ থেকে বরাত পিছু ৮-১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ।  হাসপাতালের জন্য বরাদ্দ টাকা অন্য জায়গায় ব্যবহার করতেন সন্দীপ ঘোষ। ৭০ শতাংশেরও বেশি বরাত পেয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। কয়েকজন হাউসস্টাফের কাছ থেকে মাসিক টাকা আদায় করতেন আশিস পাণ্ডে', আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI.


সিবিআই ৯০ দিনের মধ্য়ে চার্জশিট দিতে না পারায়, ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন আর জি কর মেডিক্য়ালের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ।  সেই মামলার চার্জশিটে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্য়কর সব অভিযোগ এনেছিল সিবিআই। সেই দুর্নীতি মামলার কী হবে? সেদিকেও নজর সবার। জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ রায় বলেছিলেন, সেদিনকে সঞ্জয় রায় কী করল? কেন করল? কার সাহায্য় নিয়ে করল? কিছুই সামনে এল না। যে সত্য়ের কাছাকাছি আমরা পৌঁছতে চেয়েছিলাম।  আপানারা কেউ কিন্তু বলতে পারবেন না যে সেদিন কী হল। আর জি করকাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। কিন্তু, এই রায়ে হতাশ সকলেই। তাদের আঙুল সিবিআই-এর তদন্তের দিকে।


প্রশ্ন, কেন সিবিআই আদালতে একে বিরলের মধ্য়ে বিরলতম ঘটনা বলে প্রমাণ করতে পারল না? কেন সন্দীপ ঘোষদের বিরুদ্ধে তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগে এখনও চার্জশিট পেশ করতে পারল না CBI?  জুনিয়র চিকিৎসক  সৌম্যদীপ রায় বলেছিলেন,বিশ বাঁও জলে কী, ওটাকে একেবারে কবরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এমন একটা বিচার হল, সেখানে আপনারা যদি দেখেন যেমন জাজমেন্টে আমরা কী দেখি, যে তথ্য়প্রমাণ লোপাট করছে, সে যে দোষ করছে তার সঙ্গে সমান দোষে দোষী হওয়া উচিত।


সিবিআই ৯০ দিনের মধ্য়ে চার্জশিট দিতে না পারায়, এই মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন আর জি কর মেডিক্য়ালের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ।  দুর্নীতির মামলায় চার্জশিটেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্য়কর সব অভিযোগ এনেছিল সিবিআই। গত বছরের ২৯ নভেম্বর আলিপুরের বিশেষ CBI আদালতে যে চার্জশিট পেশ করা হয়েছিল, সেখানে 'দুর্নীতির ত্রিভুজ'-এর মাথা হিসেবে উল্লেখ করা হয়েছিল সন্দীপ ঘোষকে।  


আরও পড়ুন, SSKM-এ অনাস্থা খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর, 'এখানে থেকে আমি সুস্থ হচ্ছি না..' ! বেসরকারিতে ভর্তি হতে চান পার্থ


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)