নয়াদিল্লি: 'দঙ্গল' ছবিতে অভিনয়ের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন ফতিমা সানা শেখ, সেই থেকেই তাঁকে 'দঙ্গল গার্ল' নামেই অনেকে চেনেন। সম্প্রতি কাস্টিং কাউচের ঘৃণ্য অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)। দক্ষিণী ছবিতে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় স্মৃতিচারণ করে ফতিমা বলেন যে একটি ছবির কাস্টিং এজেন্ট (Casting Couch) কীভাবে তাঁকে প্ররোচনামূলক কথা বলে অস্বস্তিতে ফেলেছিলেন। কী ঘটেছিল ফতিমার সঙ্গে ?


'লুডো' ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে ফতিমাকে। তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এদিন সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে ফতিমা সানা শেখ বলেন, 'তিনি আমাকে একপ্রকার প্ররোচিত করেই বলেছিলেন, তোমাকে সব কিছু করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি তাঁকে বলেছিলাম আমি কঠোর পরিশ্রম করব, চরিত্রের জন্য যা যা করা দরকার তাই করব। কিন্তু তিনি এরপরেও বলতে থাকেন একই কথা, আমার মুখে কোনো কথা ছিল না। আমি অবাক হয়ে গিয়েছিলাম, একটা মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে ভেবে।'


এই সাক্ষাৎকারেই ফতিমা সানা শেখ জানান, হায়দরাবাদে তার সঙ্গে এক অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল। এখানেই দক্ষিণী ছবিতে একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল ফতিমার। তখনও হিন্দি ছবির দুনিয়ায় পা রাখেননি ফতিমা, ফলে তিনি ভেবেছিলেন যে এই দক্ষিণী ছবিটিই তার কর্মজীবনে অন্যতম বড় পদক্ষেপ হতে চলেছে। হায়দরাবাদে এক প্রযোজকের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ফতিমা বলেন, 'প্রযোজক এই ব্যাপারে খোলাখুলি কথা বলেন আমার সঙ্গে, তিনি স্পষ্ট জানান, 'তুমি জানো নিশ্চয় যে এখানে বহু মানুষের সঙ্গে তোমায় দেখা করতে হবে। তারা কেউ সরাসরি তোমায় কিছু বলবে না, কিন্তু আকারে ইঙ্গিতে তোমায় ঠিকই বুঝিয়ে দেবে। তারা বলবে যে আপনাকে এটা করতে হবে, সেটা করতে হবে। অমুক লোকের সঙ্গে দেখা করতে হবে।' এমনকী মুম্বইতে কাজ করতে আসা নবাগত শিল্পীদের থেকে কীভাবে কাস্টিং এজেন্টরা অসদুপায়ে টাকা উপার্জন করেন তাও জানান ফতিমা। ছবিতে চরিত্র পাইয়ে দেওয়ার নামে শিল্পীর সাম্মানিকের একটা বড় অংশ নিজেরা আত্মসাৎ করে নেন এই কাস্টিং এজেন্টরা।


আরও পড়ুন: Saif Ali Khan Attacked: দ্রুত সুস্থ হওয়া নিয়েও সমালোচিত সেফ, নিন্দুকদের জবাব দিলেন বোন সাবা, লিখলেন, ‘শিক্ষিত’ হোন