প্রকাশ সিনহা, আবির দত্ত, কলকাতা : পরপর চারদিন, সিবিআই-এর তলবে সোমবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শনিবারের পর রবিবারও তাঁকে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, আর জি কর কাণ্ডের তদন্তে সব মিলিয়ে প্রায় ২০ জনের বয়ান রেকর্ড করা হয়।
' বারবার বয়ান বদল '
সূত্রের খবর, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তথ্য গোপন করতে চাইছেন। তাঁর বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল। নিজের বয়ানও বারবার বদল করছেন সন্দীপ ঘোষ।চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে এমনই দাবি করছে সিবিআই।
মোবাইল ফোন থেকে কল ডিলিট ?
সূত্রের খবর, তদন্তকারীরা জানতে চান, ঘটনার রাতে কলকাতা পুলিশের কোনও আধিকারিকের সঙ্গে কি ডেটা কলে কথা বলেছিলেন সন্দীপ ঘোষ? পরে সেই তথ্য মোবাইল ফোন থেকে মুছে দিয়েছিলেন? জানতে চাওয়া হলে অস্বীকার করেন প্রাক্তন অধ্যক্ষ। কিন্তু ইঙ্গিত কিন্তু তেমনটাই বলছে।
লুকোতে চাইছেন কিছু?
সিবিআই সূত্রের খবর, ওই দিন সন্দীপের মোবাইল ফোনে কত ডেটা খরচ হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, গত তিনদিন ৩৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদে একাধিকবার বয়ান বদলেছেন সন্দীপ ঘোষ। সেক্ষেত্রে তদন্তকারীদের প্রশ্ন, কেন? প্রাক্তন অধ্যক্ষ কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন? লুকোতে চাইছেন কিছু? এই নিয়ে পরপর চারদিন, সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ।
সূত্রের খবর, প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছে, ঘটনার দিন রাতে কী কী দেখেছিলেন তাঁরা, খবর সূত্রের। এছাড়াও ধৃত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চায় সিবিআই। জানতে চাওয়া হয়, ধৃত সঞ্জয় কি একাই ছিল, নাকি আরও কাউকে দেখা গিয়েছিল, যাদের ভূমিকা সন্দেহজনক? সেমিনার হলের পাশের অংশ কবে থেকে ভাঙা হচ্ছিল, কেন ভাঙা হচ্ছিল, সেই প্রশ্নের উত্তরও খুঁজছে সিবিআই। যাঁদের বয়ান নেওয়া হয়েছে, তাঁদের বয়ান মেলানোও হচ্ছে।
মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার দিন কাদের সঙ্গে কতক্ষণ কথা হয়েছিল তাঁর? SMS-এ কি তাঁর কাছে কোনও বার্তা এসেছিল? বা সন্দীপ ঘোষ SMS করে কাউকে কোনও বার্তা পাঠিয়েছিলেন কিনা, তাও জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার