সৌভিক মজুমদার, কলকাতা: আর.জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নতুন তদন্ত বা পরবর্তী পর্যায়ের তদন্তের আবেদন জানিয়ে পরিবারের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। এই মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত, মত বিচারপতি ঘোষের। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে।

আরও পড়ুন, বিহারে ঢুকেছে ৩ 'পাক' জঙ্গি ! ছবি প্রকাশ্যে এনে হাই অ্যালার্ট জারি করল প্রশাসন

মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তিনি মনে করছেন যে, এই মামলায়, যে যে আবেদন করা হয়েছে, বা এই মামলার এখনকার শুনানির পর্যায়ে সওয়াল জবাব করা হচ্ছে যে, গোটা বিষয়টাই কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। যখন আরজিকর মামলার রায়দান শিয়ালদা আদালতের তরফ থেকে করা হয়, তারপরেই সরকারের তরফ সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়ে, তাঁরা কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। এবং সেই মামলা এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে। সেই মামলার বিচারপক্রিয়া বিচারপতি দেবাংশু বসাকের এজেলাসেই হচ্ছে। এবং সেখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার আবেদনের শুনানিও সেখানেই হচ্ছে।

মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তিনি মনে করেছেন, যে নিহতর পরিবারের তরফ থেকে এই যে আবারও যে পুনরায় তদন্ত চেয়ে যে আবেদন করা হয়েছে, সেই আবেদন শোনার এই পর্যায়ে এক্তিয়ার তার নেই। কারণ সেক্ষেত্রে সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের মধ্যে একটা মত পার্থক্য বা বোঝাপড়ায় ভুল তৈরি হতে পারে। সেটা কিন্তু, জুডিশিয়ারির যে ডেকোরাম রয়েছে, সেই ডেকোরামের পরিমন্থি। ফলে তিনি মনে করছেন যে, এই মামলা এখন যে পর্যায়ে রয়েছে, সেই মামলার শুনানি ডিভিশন বেঞ্চেই হওয়া উচিত। তিনি এই পর্যবেক্ষণের মাধ্যমে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে এখন নিয়ম মেনে এই মামলা, আবারও প্রধান বিচারপতির কাছে ফের চলে যাবে।  মাননীয় প্রধান বিচারপতি, তিনিই ঠিক করবেন, যে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া পরবর্তী কোন বেঞ্চে যাবে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)