সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: RG কর মেডিক্যাল ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনা (RG Kar Hospital doctor death) নিয়ে তোলপাড় গোটা রাজ্য। প্রতিবাদের রেশ ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে। বিভিন্ন জায়গায় নানা পথে আছড়ে পড়ছে বিক্ষোভের ঝড়। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ও আন্দোলেনর পাশাপাশি রাজনৈতিক ও অরাজনৈতিকভাবে প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষরা। এর মাঝেই অভিনব প্রতিবাদ দেখা গেল ফুটবল মাঠেও। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের ফুটবল মাঠে। সেখান মেদিনীপুর লিগের ম্যাচে গোল করার মুহূর্তেই গোলদাতাকে 'জাস্টিস ফর আরজিকর' লেখা জার্সি তুলে দিলেন কোচ।


আরও পড়ুন: Kunal Ghosh: ইলিশ মাছের সঙ্গে মমতা-অভিষেকের ছবি, পরেশ পালের 'উৎসব' নিয়ে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে মেদিনীপুর লিগের দ্বিতীয় ডিভিশনে ম্যাচে খেলতে নেমেছিল মেদিনীপুরের মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, মেদিনীপুর। প্রতিপক্ষ ছিল বিজয় একাদশ। মূলতঃ এই ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। শুরু থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলতে থাকে ম্যাচ। ম্যাচের ঠিক তখন ১১ মিনিট,দুর্দান্ত একটি গোল করে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের ৪ নম্বর জার্সিধারী ফুটবলার শেখ মুস্তাকিন। প্রথম গোলটি করার পর পুরো দল ছুটে আসে রিজার্ভ বেঞ্চের সামনে। সাইড লাইনের ধারে তখন দাঁড়িয়ে দলের প্রধান কোচ সোমনাথ সাহা, ক্লাবের সেক্রেটারি শেখ আজহার উদ্দিনরা।


গোলের পর সাইড লাইনের ধারে আসতে মহামেডান স্পোটিং ফ্যান ক্লাবের প্রধান কোচ সোমনাথ সাহা ক্লাবের একটি জার্সি বাড়িয়ে দিলেন গোলদাতা মুস্তাক সহ ফুটবলারদের হাতে। জার্সিতে লেখা 'Justice For R.G Kar"। হাতে পাওয়ার পরেই জার্সিটি দ্রুত পরে ফেলেন গোলদাতা মুস্তাক। সেই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়ল পুরো দল। পরে অবশ্য সেই জার্সি খুলে ফের খেলতে নামে গোটা দল। শেষ পর্যন্ত এই ম্যাচ ২-১ গোলে জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মেদিনীপুরের সাদা কালো ব্রিগেড। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিচার চাইতেই এই অভিনব ভাবনা, জানালেন ক্লাবের জেনারেল সেক্রেটারি মহম্মদ আজাহারদ্দিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: BJP Agitation IN NJP: বিধায়িকার ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে NJP থানায় বিক্ষোভ বিজেপির