কলকাতা: প্রতি বছরের মতো এবছরও তৃণমূলের বিধায়ক পরেশ পালের উদ্যোগে এবছরও ইলিশ উৎসবের আয়োজন করা হয়। সাধারণ মানুষের পাশাপাশি সেলেব্রিটি এবং রাজনৈতিক নেতা নেত্রীরাও এই উৎসবে আসেন। তবে সেই উৎসব নিয়ে এবার কিছুটা ক্ষোভ শোনা গেল কুণাল ঘোষের গলায়।
কাঁকুরগাছিতে তৃণমূল বিধায়ক পরেশ পালের উদ্যোগে ইলিশ উৎসব আয়োজিত হয়। কিন্তু ইলিশ মাছের সঙ্গে মমতা-অভিষেকের ছবি কেন? এ নিয়েই তীব্র কটাক্ষ কুণাল ঘোষের। তাঁর কথায়, 'আর জি করকাণ্ডের আবহে দলের কোনও দায়িত্বশীল ব্যক্তি এই সময় ইলিশ মাছের সঙ্গে মমতা-অভিষেকের ছবি দিতে পারেন না। আমাকে যাঁরা আমন্ত্রণ করেছিলেন, আমার মনে হয়েছে এই পরিস্থিতিতে এই বছর ইলিশ উৎসব সচেতনতা বা রুচির পরিচয় নয়', কটাক্ষ কুণাল ঘোষের।
আর জি করের বিচার চেয়ে তীব্র হচ্ছে প্রতিবাদ। ফের পথে শিল্পীরা। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। উত্তর থেকে দক্ষিণ, আর জি করের বিচার চেয়ে শহর জুড়ে প্রতিবাদ। গোলপার্ক থেকে মিছিল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের। ভবানীপুরে পথে সেন্ট জনস ডায়োসেশান গার্লসের প্রাক্তনীরাও। এই আবহে এই উৎসব নিয়ে প্রশ্ন তোলেন কুণাল।
কুণাল ঘোষ বলেন, ' যেখানে এই মেয়েটির ভয়ঙ্কর মৃত্যু। আমরা সকলেই এই ঘটনায় ব্যথিত। নাগরিক সমাজ আন্দোলনে নেমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অন্য প্রোগ্রাম আর ইলিশ উৎসব এর তফাৎ আছে। আমি কারও সমালোচনা করছি না। আমার মন সায় দেয়নি। মমতাদি বা অভিষেক হয়তো জানেনও না যে ওদের ছবি ওখানে ব্যবহার করা হয়েছে, অনুমতিও হয়তো নেওয়া হয়নি। আমার মনে হয়েছে দলের কোনও দায়িত্বশীল ব্যক্তির এই কাজ করা উচিত হয়নি। আমাকে যারা এই উৎসবে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন তাঁরা সম্মানের সঙ্গেই আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার ছবিও দিয়েছিলেন। কিন্তু আমার মনে হয়েছে এই সময়টাই ইলিশ উৎসব করা আর এরকম ছবি দেওয়া সচেতনতা বা রুচির পরিচয় নয়। প্রতি বছরই এই উৎসব হয়। ওই এলাকায় এই অনুষ্ঠানের খুব ভাল সাড়াও পাওয়া যায়। কিন্তু এ বছর এই সময়টা যথাযথ নয়।
এদিকে, আর জি কর-কাণ্ডের মধ্যে ফের বিস্ফোরক কুণাল। প্রশাসন এমন কাজ করবে কেন, যে পরিস্থিতি সামলাতে 'বিচার চাই' কর্মসূচি নিতে হবে শাসক দলকে? এমন মন্তব্যও করেছেন তিনি। হঠাৎ জাগ্রত বহুরূপীর বিবেক, খোঁচা বিজেপি নেতা সজল ঘোষের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে