শিবাশিস মৌলিক , ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ, কলকাতা : মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে RG কর হাসপাতালে তৈরি হয়েছে অচলাবস্থা। চিকিৎসকের সংখ্যাও অন্যদিনের তুলনায় কম। শুধু আরজি কর হাসপাতালেই নয়, আন্দোলনের ঢেউ ছড়াচ্ছে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে। নিরাপত্তার অভাবে ভুগছেন জুনিয়র ডাক্তাররা । প্রতিবাদে গলা মিলিয়েছেন সিনিয়র ডাক্তাররাও। সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন চিকিৎসক মহল। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।



আরজি কর হাসপাতালে চিকিৎসকের সংখ্যাও অন্যদিনের তুলনায় কম। ফলে হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। শুক্রবার দিনভর দফায় দফায় বিক্ষোভের পর শনিবারও হাসপাতালজুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকদের বিভিন্ন সংগঠন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি পালন করার পাশাপাশি, চিকিৎসকদের যৌথ সংগঠন আজ বিকেলে RG কর চলোর ডাক দিয়েছে। এর জেরে অনেক রোগীকে ফিরতে হচ্ছে বলে অভিযোগ উঠছে ঠিকই, কিন্তু খোলা আছে জরুরি বিভাগ। সেখানে গেলে চিকিৎসা পাওয়া যাচ্ছে। তাই জরুরি বিভাগে রোগী এলে চিকিৎসা পাওয়া যাচ্ছে। 


চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ইমার্জেন্সি ছাড়া জুনিয়র চিকিৎসকরা ওয়ার্ড ডিউটি বা আউটডোরে রোগী দেখছেন না। জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড ডিউটি ছাড়া আউটডোর পরিষেবা বা অস্ত্রোপচার করছেন না জুনিয়র চিকিৎসকরা। ইমার্জেন্সি ছাড়া অন্য বিভাগে কাজ করছেন না NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও। 


রোগী হয়রানির ছবি ধরা পড়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও। আউটডোরে পড়েছে লম্বা লাইন। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। কেউ এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে, কেউ বা চুঁচুড়া থেকে। অনেকে কাজ কামাই করে চিকিৎসককে দেখাতে এসেছেন। হাসপাতালের তরফে আগাম নোটিস না দেওয়ায় ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজনেরা। কিন্তু সেখানেও চালু রয়েছে জরুরি পরিষেবা। 


সারা রাজ্যেরই সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে সামিল হয়েছেন। সারা রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তার, ইন্টার্নরা প্রতিবাদে সামিল হয়েছেন। অন্যদিকে, নিবার সকালে অবস্থান বিক্ষোভ  শুরু করলেন বাঁকুড়া সম্মিলিনী মেডিক্যাল কলেজের জুনিয়ার চিকিৎসকরা। এদিন  সকাল থেকে  ইমার্জেন্সি গেটের পাশে বসেই হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন পিজিটি,  ইন্টার্ন ও হাউস স্টাফরা। 


  আরও পড়ুন: 


'২ মিনিটেই বদলি করে দেব', স্ত্রীর চিকিৎসা করাতে এসে ডাক্তারের উপর চড়াও BDO