প্যারিস: নিশা দাহিয়া পারেননি। বিনেশ ফোগত ফাইনালে পৌঁছেও বাড়তি ওজনের জন্য বাতিল হয়েছেন। তবে তিনি পারলেন। অবশেষে প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) কুস্তিতে ভারতের প্রথম পদক এল। মাত্র ২১ বছর বয়সে কনিষ্ঠতম ভারতীয় হিসাবে পদক জিতলেন আমন শেরাওয়াত (Aman Sehrawat)। ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ এল তাঁর ঝুলিতে।


ভারতকে প্যারিসে ষষ্ঠ পদক এনে দিলেন আমন। অর্থাৎ লন্ডন অলিম্পিক্সের সমান পদক চলে এল ভারতের ঝুলিতে। নিজের প্রথম অলিম্পিক্সে পোয়ের্তো রিকোর ডারিয়ান টোই ক্রুজ়কে ১৩-৫ স্কোরলাইনে হারিয়ে ভারতের হয়ে পদক জিতলেন বছর ২১-র আমন। তাঁর পদক জয়ের জন্য শুভেচ্ছা এল দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির তরফে। প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় আমনের অধ্যবসায়ের প্রশংসা করে লেখেন, 'আমাদের কুস্তিগীরদের জন্য দেশ আরও গর্বিত হল। প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৫৭ কেজি ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পদক জয়ের জন্য আমন শেরাওয়াতকে অনেক অভিনন্দন। ওর অধ্যবসায় ও খেলার প্রতি দায়বদ্ধতা স্পষ্টই বোঝা যায়। গোটা দেশ ওর এই কীর্তিতে উচ্ছ্বসিত।'


 






অপরদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) তরফেও এসেছে শুভেচ্ছাবার্তা। তিনি লেখেন, 'প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ফ্রি স্টাইলে পদকজয়ের জন্য আমনকে অনেক অনেক অভিনন্দন। কুস্তীর ম্যাটে কনিষ্ঠতম পুরুষ কুস্তিগীরদের একজন আমন, নিজের প্রথম অলিম্পিক্সেই পদক জিতেছে। ওর ভবিষ্য়ৎ উজ্জ্বল এবং আমি আশাবাদী ও ভারতের হয়ে আরও অনেক পদক জিতবে। ওর সাফল্যের সঙ্গে সঙ্গে ভারত অলিম্পিক্সে কুস্তিতে পদকজয়ের ধারাও অব্যাহত রাখল।'


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'যে মেয়েটা সোনা আনতে পারত...' বিনেশের অলিম্পিক্স পদক হাতছাড়ায় বঞ্চনা-তত্ত্ব, মমতার নিশানায় কে?