আবির দত্ত, কলকাতা: আরজি কর-কাণ্ডের জের, এবার রাজ্যে রাজ্যে পৌঁছল কেন্দ্রের কড়া বার্তা। আরজি কর সংক্রান্ত প্রতিবাদ কিছু হলেই জানাতে হবে কেন্দ্রকে। এমনকী প্রতিবাদ কিংবা আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

  


এদিন ফ্যাক্স মারফৎ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই নির্দেশ পাঠানো হয়েছে।  প্রতি ২ ঘণ্টা অন্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 'কেন্দ্রকে ২ ঘণ্টা অন্তর রিপোর্ট দিতে হবে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলাকে', সমস্ত রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চলকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। 


এদিকে আরজি কর ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় নির্দেশের ফ্যাক্স কপি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাগত জানিয়েছেন। 






 


এদিকে, আজও দিন থেকে রাত, আরজি করে চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে পথে নেমেছে নাগরিক সমাজ-নাট্যব্যক্তিত্বরা। কলেজ স্কোয়ার থেকে নাগরিক সমাজের মিছিল নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি হয়। পুলিশের তরফে বলা হয় অনুমতি না নিয়েই মিছিল করা হয়। অন্যদিকে, রাতেও দখল নেয় মেয়েরা। নাট্যব্যক্তিত্বরা গিরিশ পার্ক থেকে মিছিল করে আরজি করের সামনে যায়। মূল গেটের সামনে তাঁদের আটকায় পুলিশ। সেখানেই বসে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। 


আরও পড়ুন, ১৩ ঘণ্টা পার, ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে, কী কী প্রশ্নে বিদ্ধ RG Kar-এর প্রাক্তন অধ্যক্ষ?


এরই মধ্যে শনিবার মধ্যরাতে পুলিশের তরফে বড় ঘোষণা করা হয়েছে। বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞার কথা জানান হয়েছে। রবিবার থেকে ২৪ অগাস্ট, অর্থাৎ ৭দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে কলকাতার পুলিশের তরফে বলা হয়েছে, 'আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি জমায়েত নয়। বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়-আর জি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল নিষিদ্ধ।' 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে