কলকাতা: আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল করা হয়েছে, এমনটাই জানান হয়।  পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হলেন সমর্থকরা।                                                                                              


পুলিশে পুলিশে ছয়লাপ সল্টলেক স্টেডিয়াম। সমর্থকদের দাবি, 'আজ যে পরিমাণ পুলিশ এসেছে তা দিয়ে অনায়াসেই ডার্বি করানো যেত। অথচ প্রতিবাদ মিছিলে কীভাবে এত পুলিশ এল? এমনকী র‍্যাফ ও নামানো হল? কীভাবে সেটা সম্ভব হয়েছে? পুলিশের তৎপরতা দেখান উচিত ছিল আর জি করে। তাহলে আমাদের বোনটির এমন মৃত্যু হত না। সেটা না করে খেলার মাঠে এই কাজ করল। আমাদের প্রতিবাদ মিছিল হবেই। আজ ইস্টবেঙ্গল-মোহনবাগান সবাই এক। সবাই সবার পাশে থেকে এই লড়াই চলছে, চলবে।' 


এদিকে পুলিশের তরফে কী জানান হয়েছে?


পুলিশের তরফে বলা হয়েছে, 'ডুরান্ড ডার্বিতে অশান্তির চক্রান্ত করা হচ্ছিল। দর্শকদের মধ্যে মিশে অশান্তির ছক করা হয়েছিল। কয়েকটি অডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ম্যাচ বাতিল করতে হয়। শান্তিপূর্ণ বিক্ষোভে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, অশান্তি তৈরির চেষ্টা হবে। সেই কারণে জমায়েত না করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যেই ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুবভারতী চত্বরে BNSS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। কিছু সংগঠন অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে'। 


আরও পড়ুন, জল্পনাই সত্যি হল, বাতিল হল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড কাপ ডার্বি


ফুটবল ম্যাচ বাতিল করে এভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলন দমানো যায় না। মন্তব্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে