অরিন্দম সেন ,আলিপুরদুয়ার : হিন্দি গানের তালে চলছে  উদ্দাম নৃত্য। তবে কোনও পিকনিক নয়, ক্ষুদিরাম বসুর আত্ম-বলিদান দিবসে ! এমনই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। ছাত্রছাত্রী, কচিকাঁচা নয়, বিশেষ এই দিবস-পালনে হিন্দি গানের তালে কোমর দুলিয়েছেন স্কুল শিক্ষকরাই। আর ভিডিও হয়েছে ভাইরাল। 


শহিদ ক্ষুদিরাম বসুর আত্ম-বলিদান দিবস  পালন করা হচ্ছিল। সেই উপলক্ষ্যে একটি সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন "পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি" র ফালাকাটা সার্কলের উদ্যোগে ছিল এই অনুষ্ঠান।  এমন ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই  শুরু হয়েছে বিতর্ক। বিজেপির পাশাপাশি সিপিএম প্রাথমিক শিক্ষক সংগঠনও এই ঘটনাকে 'অপসংস্কৃতি'র প্রকাশ বলে সমালোচনা করেছেন। 


রবিবার তৃণমূল শিক্ষক সংগঠনের ফালাকাটা সার্কল কমেটির উদ্যোগে শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান উপলক্ষে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হয় । ফালাকাটার যাদবপল্লী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণেই ছিল অনুষ্ঠানের আয়োজন । সকাল থেকে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির হয়। এরপর কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।  পাশাপাশি মঞ্চ বেঁধে চলছিল সাংষ্কৃতিক অনুষ্ঠান। শহিদ ক্ষুদিরামের পাশাপাশি স্বামী বিবেকানন্দ এবং আব্দুল কালাম আজাদের মতো মণিষীদের ছবি দিয়ে সাজানো হয় এলাকা।  কিন্তু একটু ফরসত মিলতেই দর্শকাসনের পাশেই নাচে পাতলেন চিকিৎসকরা,  জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে।  


এই নিয়ে সরব হয়েছে জেলার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়। তিনি বলেন, এটি রুচি সঙ্গত নয় এবং শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা এমন করতে পারে বলে ধারনা বা নজির নেই। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ধরনের সংস্কৃতি সমর্থনযোগ্য নয়। 


অপরদিকে তৃণমূল শিক্ষক সংগঠনের এমন সংষ্কৃতির নিন্দায় সরব হয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। তিনি বলেন, ২১  জুলাই শহিদ দিবসের মঞ্চে স্মৃতি তর্পনের নামে যদি 'পাগলু ড্যান্স' হতে পারে, তাহলে সবই সম্ভব। যে দলের যা সংষ্কৃতি। 


আরও পড়ুন

RG কর কাণ্ডে জড়িত বড় মাথা? সঞ্জয়ের সঙ্গে আর কে কে ? ভাইরাল অডিও-য় খুলে গেল বড় সত্যি?  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।