অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  সোমবার আরজি কর মেডিক্যাল  ( RG Kar ) কলেজে নিহত চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, 'যেই জড়িত থাক, তাকে শাস্তি পেতে হবে'। 


তিনি আবারও বিস্ময় প্রকাশ করে বলেন, হাসপাতালে অতজন নার্স, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে একজন বহিরাগত ওপরে উঠে গেলেন। মুখ্যমন্ত্রী বলেন, যদি ভিতরের কেউ জড়িত থাকে, তাও খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী জানান, আমি চাইব ফাস্ট ট্র্যাক কোর্টে মামলাটি উঠুক, সেখানে আমরা ফাঁসির দাবি জানাব'। 


মুখ্যমন্ত্রী বলেন, 'ওখানে সিকিওরিটি ছিল, তাও কী করে এমন ঘটনা ঘটল ভেবে পাচ্ছি না। যে প্রথম পরিবারকে ফোন করেছিল, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। রবিবারের  মধ্যে মামলার কিনারা না করতে পারলে, সিবিআইকে দিয়ে দেব'। 


সিবিআইয়ের হাতে মামলা তুলে দেওয়ার সম্ভাবনার কথা বলেও মুখ্যমন্ত্রী জানান, 'যদিও সিবিআই-এর সাফল্যের হার খুবই কম, যত দ্রুত সম্ভব রহস্যের কিনারা করতে হবে' । 


আরও পড়ুন

RG কর কাণ্ডে জড়িত বড় মাথা? সঞ্জয়ের সঙ্গে আর কে কে ? ভাইরাল অডিও-য় খুলে গেল বড় সত্যি?  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।