কলকাতা: আরজি কর চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর আঁচ এবার কলকাতা হাইকোর্টে। আজ আর জি কর মামলায় কেস ডায়েরি তলব করলেন প্রধান বিচারপতি। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নতুন নিয়োগপত্র তলব করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। 


এদিন গোটা নিয়ে প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। চিকিৎসকের মৃত্যু এবং অধ্যক্ষের পদক্ষেপ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তোলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, আন্দোলনরত চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাঁদের এক সহকর্মীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যে নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাতে চিকিৎসকদের এই অবস্থানকে অন্যায্য বলা যায় না। প্রথমে পরিবারকে বলা হয় যে আপনার মেয়ে অসুস্থ, পরে বলা হয় যে সে আত্মহত্যা করেছে, বুঝতে হবে প্রশাসন সঙ্গে নেই'। 


শুধু তাই নয় অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, 'যিনি নিজের নৈতিক দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন, তাঁকেই ফের ফের দায়িত্ব দেওয়া হল? আমি তো অবাক হচ্ছি। আপনারা তাঁকে এভাবে পুরস্কৃত করতে পারেন না। এটা কীভাবে সম্ভব? সন্দীপ ঘোষ কি এতই প্রভাবশালী? পদত্যাগের ৪ ঘণ্টার মধ্যেই ফের দায়িত্বে ফিরলেন? আচরণ হওয়া উচিত ছিল অভিভাবকের মতোই। উচিত ছিল সহানুভূতি এবং সহমর্মী হওয়া। উচিত এখনই বাড়ি ফিরে যাওয়া। কোথাও কাজ করা উচিত নয়।'   


আরও পড়ুন, 'প্রমাণগুলোর যা বারোটা বাজার বাজিয়ে দিয়েছে', চিকিৎসক খুনে মমতার CBI দাবির পাল্টা সুজন


এদিন হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে সন্দীপ ঘোষকে নিয়ে বড় দাবি করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি বলেন, 'কোভিডের সময় ভেন্টিলেটর নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই ঘটনায় উনি ছিলেন মূল অভিযুক্ত। সেই সময় ট্রান্সফার করা হলেও তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত আনা হয়। এর আগে মুর্শিদাবাদে ট্রান্সফার করা হলেও, তাঁকে ফের কলকাতায় নিয়ে আসা হয়। ২০২৩ এ মানিকতলায় আর জি কর হস্টেলে ভয়ঙ্কর র‍্যাগিং হয়, সেই সময়ও উনি এতটাই ক্ষমতাসম্পন্ন যে কেউ ওঁকে ছুঁতেও পারেননি। এগুলি সমস্তই রেকর্ডে রয়েছে। যে সমস্ত পড়ুয়ারা এই ব্যক্তির বিরুদ্ধে সুর চড়াতেন তাঁদের কঠোর পদক্ষেপের মুখে পড়তে হত, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এমনটাই জানিয়েছেন সওয়াল মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে