কলকাতা: NIRF অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমিং সংস্থা ২০২৪ সালের জন্য দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় যেমন আছে দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের নাম, আছে সেরা ১০ বিশ্ববিদ্যালয়, সেরা ১০ কলেজ ও অন্যান্য ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের নামও। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের (সামগ্রিক) শিরোপা পেয়েছে আইআইটি মাদ্রাজ এবং এই তালিকাতে নাম রয়েছে খড়গপুর আইআইটিরও। অন্যদিকে সেরা ১০ বিশ্ববিদ্যালয় (NIRF Ranking 2024) ও সেরা ১০ কলেজের তালিকাতে নাম রয়েছে কলকাতার চার চারটি প্রতিষ্ঠানের। nirfindia.org ওয়েবসাইটে এই সম্পূর্ণ তালিকা প্রকাশ পেয়েছে। এক্ষেত্রে দেখা যায়, এনআইআরএফ সংস্থা মোট ১৩টি ক্যাটাগরিতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির র‍্যাঙ্কিং করেছে।


NIRF Ranking 2024: সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ


আইআইটি মাদ্রাজ


আইআইটি দিল্লি


আইআইটি বম্বে


আইআইটি কানপুর


আইআইটি খড়গপুর


আইআইটি রুরকি


আইআইটি গুয়াহাটি


আইআইটি হায়দরাবাদ


আইআইটি তিরুচিরাপল্লী


আইআইটি বিএইচইউ বারাণসী


NIRF Ranking 2024: সেরা ১০ বিশ্ববিদ্যালয়


আইআইএসসি বেঙ্গালুরু


জেএনইউ, নয়াদিল্লি


জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি


মণিপল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপল


বিএইচইউ, বারাণসী


দিল্লি বিশ্ববিদ্যালয়


অমৃত-বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটোর


এএমইউ, আলিগড়


যাদবপুর বিশ্ববিদ্যালয়


ভিআইটি, ভেলোর


NIRF Ranking 2024: সেরা দশ কলেজ


হিন্দু কলেজ, দিল্লি


মিরান্ডা হাউজ, দিল্লি


সেন্ট স্টিফেনস কলেজ, দিল্লি


রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, কলকাতা


আত্মরাম সনাতন ধর্ম কলেজ, দিল্লি


সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা


পিএসজিআর কৃষ্ণমল কলেজ ফর ওমেন, কোয়েম্বাটোর


লয়োলা কলেজ, চেন্নাই


কিরোরী মল কলেজ, দিল্লি


লেডি শ্রীরাম কলেজ ফর ওমেন, দিল্লি


NIRF Ranking 2024:  সেরা প্রাদেশিক বিশ্ববিদ্যালয় (State University Ranking)


আন্না বিশ্ববিদ্যালয়, চেন্নাই


যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা


সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়, পুনে


কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা


পঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড়


ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ


অন্ধ্র বিশ্ববিদ্যালয়, বিশাখাপত্তনম


ভারতীহার বিশ্ববিদ্যালয়, কোয়েম্বাটোর


কেরালা বিশ্ববিদ্যালয়, তিরুবনন্তপুরম


সিইউস্যাট, কোচিন


এছাড়া আরও কিছু কিছু ক্যাটাগরিতে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে NIRF সংস্থা। এর মধ্যে সামগ্রিকভাবে সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজের নাম এবং এই তালিকায় জায়গা করে নিয়েছে আইআইটি খড়গপুরও। ম্যানেজমেন্ট কলেজ, ল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের তালিকাও দিয়েছে NIRF যেখানে দেশের সেরা মেডিকেল কলেজ হিসেবে উঠে এসেছে এআইএমএস, দিল্লির নাম। মুক্ত বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম।


আরও পড়ুন: Success Story: পড়াশোনায় বাধা দিয়েছিল গ্রামের লোক, সফল IAS হয়ে জবাব দিয়েছেন প্রিয়ারানি


Education Loan Information:

Calculate Education Loan EMI