কলকাতা: অভয়ার বিচার-দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা সহ একাধিক দাবিকে সামনে রেখে আমরণ অনশনে বসেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার ছিল সেই আমরণ অনশনের ১৭ তম দিন। প্রথম দিন থেকেই এই অনশনে ছিলেন জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়। এসএসকেএম- হাসপাতালে কর্মরত তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক শেষ হওয়ার পর অনশন তুলে নেওয়ার ঘোষণা হতে তাঁর হাতে ওআরএস তুলে দেন নিহত চিকিৎসকদের পরিবার। 


সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে যখন আসেন ১৭ দিন ধরে অনশন করা অর্ণব, চোখ-মুখ বসে গিয়েছে, ভেঙে গিয়েছে দেহও। শরীরে স্পষ্ট অবসন্ন ছাপ, গলায় স্পষ্ট ক্লান্তি। তবে ভাঙেনি মানসিকতা, লড়াইয়ের দৃঢ়চেতা মনোভাব। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে লড়াই চালিয়ে যাওয়ার ডাক- অনশনকারী চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় বলেন, 'অনশন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধিদের বৈঠক দেখেছি। সমস্ত শতাব্দীপ্রাচীন মেডিক্যাল কলেজের প্রিন্সিপালদের পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বললেন আপনাদের মিটিং দেখার জন্য ডাকা হয়েছে, কথা বলার জন্য নয়। আমাদের কিন্তু কর্মক্ষেত্রই আমাদের তীর্থক্ষেত্র। সেই জায়গার অপমান হল। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনেক দায়িত্ব। কিছু কিছু বিষয় হয়তো চোখ এড়িয়ে যায়। উনি নিজেই এর আগে মিটিংয়ে সেটা বলেছিলেন। বলেছিলেন আর জি কর-এ সন্দীপ ঘোষের এই দুর্নীতির কথা উনি জানতেন না। তাহলে ধরে নেওয়া যায় যে অনেক বিষয় চোখ এড়িয়ে যায়। মিটিং থেকে মুখ্যমন্ত্রী বললেন শাস্তিমূলক ব্যবস্থা সর্বোচ্চ স্তর থেকে নেওয়া হবে। রাজ্যের এত কলেজে এত ঘটনা, এত অভিযোগ- সব উনি সামলে নিতে পারবেন তো? পারবেন তো সব ঘটনার শাস্তি দিতে? উনি পুরো বিষয়টিকে আসলে লঘু করে দিলেন।'


আরও পড়ুন, 'নিহত চিকিৎসকের মা বাবা-জনসাধারণের অনুরোধে আমরণ অনশন প্রত্যাহার', জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা


অনশন প্রত্যাহার করলেও আন্দোলন যে  প্রত্যাহার করবেন না সাফ জানিয়ে দিয়েছেন তিনি। অর্ণবের কথায়, 'আজ অভয়ার বাবা-মা আমাদের কাছে এসেছেন। ফোনে আমার মা-বাবা যা বলে এসেছেন, কাকু-কাকিমাও সেভাবেই বলতেন। অনশন করতে গিয়ে যখন আমাদের সহযোদ্ধারা হাসপাতালে ভর্তি হন, সেই সময়ও চিন্তায় থাকতেন ওঁরা। আমাদের অনশনমঞ্চে যারা এসে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছেন, পুলিশি প্রতিরোধে পড়েছেন, সকলকে বলতে চাই, অনশন তুলছি আন্দোলন নয়। অভয়ার ন্যায়বিচারের জন্য লড়াই আমাদের চলবে। যেখান থেকে অভয়ার ন্যায়বিচার পাওয়া যায়, যদি সেখানে আমরণ অনশনে আবার বসতে হয়, বসব।' 


এদিকে অনশন শেষ হতেই অসুস্থ বোধ করেন তিনি। এরপরই তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাঁর। 


 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে