কলকাতা: জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন প্রত্যাহার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্যাহার। নিহত চিকিৎসকের পরিবারের আবেদনে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার। 'নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা অনুরোধ করেছেন। লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখেই অনশন প্রত্যাহার', ধর্মতলায় ১৭দিন পরে অনশন তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলন চলবে, তবে আপাতত অনশন প্রত্যাহার, জানালেন জুনিয়র ডাক্তাররা। ছাত্র ধর্মঘটের পথেও হাঁটছেন না আপাতত, এমনটাও জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 


নবান্ন থেকে জুনিয়র ডাক্তাররা ধর্না মঞ্চে ফিরতেই আসেন নিহত চিকিৎসকের পরিবার। অনশন প্রত্যাহারের অনুরোধ নিহত চিকিৎসকদের মা-বাবার। তাঁদের তরফে বলা হয়, 'আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি, আর এক জনকেও হারাতে চাই না। তোমাদের সব লড়াইয়ে আমরা পাশে আছি।' আন্দোলনকারী চিকিৎসকদের তরফে জন সাধারণের কথাও বলা হয়েছে। গত ১৬ দিনে ধর্মতলার অনশনমঞ্চে এসেছেন হাজার হাজার নাগরিক। আট থেকে আশি- অনশনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছে সকলেই। কেউ এসে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কেউ পাশে বসে ফেলেছে চোখের জল। অনশনকারীদের ডাকে পালন করেছেন অরন্ধনও। সেই সাধারণের কথা উল্লেখ করে এদিন জুনিয়র চিকিৎসকদের তরফে জানান হয়, জন সাধারণের কথাকে মর্যাদা দিয়ে এই অনশন প্রত্যাহার করছি, তবে লড়াই থামবে না।  


আরও পড়ুন, বৈঠকে নিজের ২৬ দিনের অনশনের কথা স্মরণ করলেন মমতা, কী বললেন ?


এদিন সাংবাদিক বৈঠকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, 'আমরা কোন কোন দাবি রেখেছি, তা আজ সবাই দেখতে পেয়েছে। অভয়ার ন্যায় বিচার-সহ ১০ দফা দাবিতে আমরা বারবার সরব হয়েছি কমিটিতে নির্বাচিত প্রতিনিধি থাকার প্রয়োজন ছিল। থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশন, ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। কেন আমাকে জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। থ্রেট কালচার নিয়ে বলতে গেলে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রী রীতিমতো ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। স্বচ্ছতার জন্য তাই নির্বাচিত প্রতিনিধি থাকার প্রয়োজন আছে। মার্চে মেডিক্যাল কলেজে ছাত্র ভোট হবে, এটা আমাদের একটা জয়। লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে আগে থেকে কিছু জানা ছিল না। লাইভ স্ট্রিমিংয়ে সরকার আশ্বাস দিয়েছে, আশা করছি কাল নির্দেশিকা আসবে। প্রথমে সরকারের আচরণ ভাল লাগেনি, ব্যাজ খুলতে বলা হয়েছিল। নিয়োগ নিয়ে আইনি জটিলতার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ওবিসি নিয়ে আইনি সমস্যা মিটলে নিয়োগের কথা আজ বলছেন'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে