উজ্জ্বল মুখোপাধ্যায় এবং বাচ্চু দাস, কলকাতা: আর জি কার-কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। আর এনিয়ে, তৃণমূলকে লাগাতার আক্রমণ করছে সিপিএম। এই অবস্থায়, ১৩ নভেম্বর, উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট, এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। 


আর জি কর-কাণ্ডের আবহে এই প্রথম কোনও ভোটের মুখোমুখি হবে রাজ্যের শাসক দল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যা শুধু তৃণমূলের কাছেই নয়, বিরোধীদের কাছেও অ্যাসিড টেস্ট। উপনির্বাচনের আগে, আর জি কর-কাণ্ডকে রাজনৈতিক হাতিয়ার করার চেষ্টা করছে বিজেপি- সিপিএম। এই আবহেই এবার রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স পোস্টে লেখেন, 'ভোটের কার্নিভালে' আসুন।
মুখে তো অনেক হল। এবার জনতার দরবারে বিচার হোক। চ্যালেঞ্জ করছি, আসন্ন উপনির্বাচনে তিন/চারজন উস্কানিদাতা সিনিয়র ডাক্তার বা অতিবিপ্লবী নব্য নেতা কোনও জুনিয়র ডাক্তার সিপিএমের প্রার্থী হয়ে দেখান। 


আরও পড়ুন, 'যাদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি হয়' সম্বর্ধনা দিলেন সওকত মোল্লা


তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক আরও বলেন, ফেসবুকে, মিডিয়ায় সরকার বিরোধিতার সব ডায়লগ, সরাসরি মানুষের সামনে দিন প্রার্থী হিসেবে। সিপিএমকেও বলব, নিজেরা শূন্য হওয়ার পর এখন যাদের মুখোশের আড়ালে করছেন, ক্ষমতা থাকলে সেই গোঁসাই, বাঁড়ুজ্জে, চিমটাদের প্রার্থী করে লড়াই করুন। মিডিয়া, সোশাল মিডিয়ায় লড়াই কেন, মানুষের কাছে আর একবার নিজেদের ওজনটা যাচাই করুন। কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, হয়ে যাক 'ভোটের কার্নিভাল।'                    



পুজোর কার্নিভালের পাশাপাশি দ্রোহের কার্নিভালের সাক্ষী হয়েছে রাজ্যবাসী। এবার ভোট-বঙ্গের অভিধানে যুক্ত হল নতুন শব্দবন্ধ 'ভোটের কার্নিভাল'।                                                                                                                  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে