কলকাতা : বৃহস্পতিবারই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সন্ধের পর থেকে অবস্থা আরও খারাপ হলে তাঁকে তড়িঘড়ি আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভর্তি সিসিইউতে। এখনও সঙ্কটজনক অনিকেত মাহাতো । সূত্রের খবর, অনিকেতের শরীরে অক্সিজেন পৌঁছনো নিয়ে জটিলতা দেখা দিয়েছে। লিভার ঠিক মতো কাজ করছে না। অনিকেতের চিকিৎসায় তৈরি করা হয়েছে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড। ধর্মতলার মঞ্চে বাকি ৬ অনশনকারী জুনিয়র চিকিৎসকেরও শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আগে থেকেই রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছিল অনিকেতের। এখন শরীরে অক্সিজেন পৌঁছনো নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তৈরি করা হয়েছে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড। আরও ২-৩ দিন অনিকেতকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসক সৈকত নিয়োগী জানিয়েছেন, শরীরে গ্লুকোজ এবং গ্লাইকোজেন শেষ হয়ে গেলে কিটোন মেলে। সেই কিটোন অনিকেতের শরীরে পাওয়া গিয়েছে, যা অত্যন্ত চিন্তার। অর্থাৎ অনিকেতের লিভার ঠিকমতো কাজ করছে না বলে আশঙ্কা।
অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি, দ্রুত হাসপাতালের CCU-তে ভর্তির কথা বলে আর জি কর মেডিক্যালের সুপারকে চিঠি লিখেছেন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও অ্যানাস্থেশিওলজি বিভাগের প্রধান সোমা মুখোপাধ্যায়। চিঠিতে উল্লেখ, অনিকেতের শরীরে সিভিয়র ডিহাইড্রেশন, মেটাবলিক ডিরেঞ্জমেন্টের সমস্যা রয়েছে, মিলেছে মাত্রাতিরিক্ত কিটোন বডি। এর জন্য কার্ডিওলজি, মেডিসিন, নেফ্রোলজি এবং গ্যাসট্রোএন্টেরোলজির বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠনের কথাও বলা হয়েছে চিঠিতে।
শারীরিক অবস্থার অবনতি হলেও অনশন থেকে সরে আসতে রাজি ছিলেন না অনিকেত। তিনি বলেন, ' আমাদের যেরকম কর্মসূচি চলছে, চলবে। আমরা মনে করি রাজ্য প্রশাসন অতি দ্রুততার সাথে ব্যবস্থা নিক। আলোচনায় বসুক। ' তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনিকেত মাহাতোর পরিস্থিতির আরও অবনতি হওয়ায়, আর ঝুঁকি নেননি আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে।
গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। যে ৭ জন অনশন করছেন, তাঁদের মধ্যে অনিকেতই একমাত্র আর জি কর মেডিক্যালের ডাক্তার। অনিকেতের জন্য ৫ সদস্যের চিকিৎসকদের টিম তৈরি করা হয়েছে।
আরও পড়ুন :
মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি 'ফেমা'র, 'অনশনরত চিকিৎসকদের শরীর খারাপ হলে...'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।