কলকাতা : জটিলতা দাঁড়িয়ে একই জায়গায়। এক ঘণ্টা পার, লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতার জেরে এখনও শুরু করা যায়নি মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের বৈঠকে। এদিন ভিডিওগ্রাফি করার জন্য প্রতিনিধি নিয়ে যান জুনিয়র চিকিৎসকরা। যদিও তাঁদের অনুমতি দেওয়া হয়নি। তা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। এই পরিস্থিতিতে বৈঠকের অপেক্ষায় মুখ্য়মন্ত্রী ও জুনিয়র ডাক্তাররা।
ভিডিওগ্রাফি নিয়ে এই জটিলতার বিষয়টি জানান জুনিয়র চিকিৎসক দলের এক প্রতিনিধি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, "আমরা এখানে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বৃষ্টির মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। সিনিয়র অফিসিয়ালরা আমাদের সঙ্গে কথা বলতে আসেন। মুখ্যসচিব স্যার আসেন। আমরা তাঁদের জানাই, আমরা স্বচ্ছতার দাবিতে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওঁরা বলেন যে, এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই এখান থেকে লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। ওঁদের বলি, বিষয়টি দেখতে। ওঁরা দফায় দফায় আলোচনা করে আমাদের জানান, এটা কোনও ভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফি নিয়ে এসেছিলাম। আমাদের ভিডিওগ্রাফারদের ভিতরে অনুমতি দেওয়ার জন্য বলি। দ্বিপাক্ষিক ভিডিওগ্রাফি যাতে করা যায় ওঁদের সেই অনুরোধ করি। ওঁরা দফায় দফায় আলোচনা করে জানান, সেটাও সম্ভব নয়। এই পরিস্থিতিতে আমরা জানতে চাই, ঠিক কি কারণে আমাদের ভিডিওগ্রাফিতে অনুমতি দেওয়া হচ্ছে না ? আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবং ক্রমাগত আমাদের ভিডিওগ্রাফি করা হচ্ছে। তাতে ওঁরা যে যুক্তি দিলেন, আমরা সেকথাও মেনে নিই। ওঁরা যে ভিডিওগ্রাফি করবেন বলছেন, সেই প্রসেসের সঙ্গে যাতে আমাদের একজন প্রতিনিধি থাকেন। কোনও টেকনিক্যাল সমস্যা হলে তিনি যাতে বিষয়টি দেখতে পারেন। তারপর মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদের হস্তান্তর করা হয়। ওঁদের খুব নম্রভাবে জানাই, আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর কোনও অবিশ্বাসের ব্যাপার নেই। বা, সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনও অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের যে ডাক্তারি জনতা যাঁরা এই মুহূর্তে স্বাস্থ্যভবনের সামনে বসে আছেন, তাঁদের কাছে জবাবদিহির জন্য ...কী কথা বলেছি...এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন।"
আরও পড়ুন ; 'উনি হয়ত ভাবছেন...' মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সুর চড়ালেন জুনিয়র ডাক্তাররা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।