কলকাতা : আর জি কর-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামে সংগঠন। যারা নিজেদের অরাজনৈতিক বলে দাবি করছে। কিন্তু, এই অরাজনৈতিক-কর্মসূচি ঘিরেই বঙ্গ রাজনীতিতে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবারের নবান্ন অভিযানের কর্মসূচিতে, গুলি চালানো, এমনকী, খুনেরও ষড়যন্ত্র রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আরজি কর-কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করা জুনিয়র চিকিৎসকরা কি আজকের নবান্ন আভিযানে শামিল হচ্ছেন ? তাঁরা জানিয়েছেন, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজকের নবান্ন অভিযান তাঁদের কোনও কর্মসূচি নয়। তাই এই অভিযানে তাঁরা অংশ নিচ্ছেন না বলে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থেকে তাঁরা জানিয়েছেন, আগামী বুধবার শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত তাঁরা মিছিল করবেন।


সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়, "ন্যায়বিচার ও নিরাপদ কর্মস্থলের দাবি আমাদের আন্দোলন ও কর্মবিরতি একইভাবে চলবে। ২৭ আগস্ট একটি নবান্ন অভিযানের ডাক আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে শুনতে পাচ্ছি। আমরা WBJDF-এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই মিছিলটি আমাদের ডাকা কোনও কর্মসূচি নয়। এই মিছিলে আমাদের কোনও রূপ অংশগ্রহণ নেই। আমরা ২৮ আগস্ট একটি গণমিছিলের ডাক দিয়েছি। এর আগে আমাদের আন্দোলন ও মিছিলগুলিতে সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ণভাবে যোগদান করেছেন। এই প্রথম আমরা সমাজের প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সম্মিলিতভাবে এই গণমিছিলে হাঁটার ডাক দিচ্ছি। আমরা চাই, সমাজের সমস্ত অভিভাবক যাঁরা নিজেদের সন্তানের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ দেখতে চান, তাঁরা বুধবার ২৮ আগস্ট আমাদের সঙ্গে পায়ে পা মেলান।"


আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মতো জঘন্য ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচির ডাক দিয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামে একটি সংগঠন। দুপুর দুটো নাগাদ নবান্নের সামনে জমায়েত করার ডাক দেওয়া হয়েছে। তার কয়েক ঘণ্টা আগে থেকেই মূলত দুটি রুট দিয়ে নবান্নের দিকে এগোতে শুরু করবেন আন্দোলনকারীরা। কলেজ স্কোয়ার থেকে ইডেন গার্ডেন্স, হেস্টিংস হয়ে নবান্নের দিকে যাবে একটি মিছিল। অপর মিছিলটি হাওড়ার সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নর দিকে এগোবে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।