কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপির। এদিন শুভেন্দু অধিকারী বলেন, সিবিআই তদন্তের দাবি করছি। নৃশংস খুন ! শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে, বলে অভিযোগ তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। 


এদিন শুভেন্দু বলেন, 'আরজিকর মেডিক্যাল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে, শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইনশৃঙ্খলা তো শেষ হয়ে গিয়েছিল, এটা লাস্ট.., আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি, মাঠে নামুন। প্রয়োজনে পতাকা ছাড়া নামুন। পুরো রাজ্যের মানুষ আপনার সঙ্গে আছে।'


আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। এমার্জেন্সির চারতলায় সেমিনার রুম থেকে এদিন সকালে দেহ উদ্ধার হয়েছে। সূত্র মারফত খবর, আততায়ী চিকিৎসকের পরিচিত, প্রাথমিক অনুমান পুলিশের । 'রাত ২টোয় ডিনার করেন চিকিৎসক, বিশ্রাম নিতে যান সেমিনার রুমে', রাত ২টোর পরে ঠিক কী হয়েছিল? কীভাবে মৃত্যু? এখনও ধোঁয়াশা । পোশাক অবিন্যস্ত, দেহে আঘাতের চিহ্ন, অভিযোগ চিকিৎসকদের একাংশের। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের, ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ।


মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু, প্রতিবাদে বিজেপি-এসইউসির বিক্ষোভ। কীভাবে মহিলা চিকিৎসকের মৃত্যু? তদন্তে হাসপাতালের ১১ সদস্যের কমিটি। হাসপাতালে রহস্যমৃত্যু, প্রতিবাদে চিকিৎসকদের একাংশের কর্মবিরতি। মৃত মহিলা চিকিৎসকের বাবা-মার সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর। খবর পেয়েই হাসপাতালে গেলেন পুলিশ কমিশনার, স্বাস্থ্যসচিব। রাতে হাসপাতালে কারা কারা ডিউটিতে ছিলেন, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বিচারবিভাগীয় তদন্তের দাবি মানার পরেই দেহ ছাড়লেন চিকিৎসকরা। ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ, সিবিআই চায় বিজেপি। তদন্ত চলছে, যা করার করা হবে, হাসপাতালে গিয়ে আশ্বাস সিপির।


আঘাতের ক্ষত। আর জি করের মতো সরকারি মেডিক্য়াল কলেজে, চাঞ্চল্য়কর এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা শহরে। ধর্ষণ করে খুনের অভিযোগে সরব হয়েছে মৃত চিকিৎসকের পরিবারও।মৃত মহিলা চিকিৎসকের বাবা বলেন, খুন করা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে। MBBS পাস করার করার পর RG কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে চেষ্ট মেডিসিন নিয়ে স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন বছর একত্রিশের মহিলা চিকিৎসক। 


আরও পড়ুন, অগ্নিগর্ভ বাংলাদেশ, কমিটি গঠন ভারত সরকারের, বড় বার্তা শাহের, 'ওপারে থাকা সংখ্যালঘুদের..'


হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে 'On Call'-এ ছিলেন মহিলা চিকিৎসক। রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন। সূত্রের খবর, এরপর জরুরি বিভাগের চারতলায় 'চেষ্ট ডিপার্টমেন্টে'র সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।