কলকাতা : ১৬ অগাস্ট নিজের রাশিতে প্রবেশ করছে গ্রহের রাজা সূর্য। এরপর ঠিক ১২ মাস পর নিজের রাশিতে ঢুকবে সূর্যদেব। নিজের রাশিতে আগামী শুক্রবার সন্ধে ৭টা ৫৩ মিনিটে প্রবেশ করবে সূর্য। এরপর বুধ ও শুক্রের সঙ্গে জোট করবেন সূর্যদেব। নিজের রাশি সিংহে সূর্যদেব প্রবেশ করার পর ত্রিগ্রহী যোগ তৈরি হবে। যার জেরে একাধিক রাশি ধনলাভ করতে চলেছেন। দুঃখ-দুর্দশা থেকেও মিলবে পরিত্রাণ।


বৃষ রাশি - এই সময়ে আর্থিক ও শারীরিক দিক থেকে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। বিভিন্ন রকমের সুখ মিলতে পারে এই সময়ে। ত্রিগ্রহী যোগে মিলবে সম্পত্তি। 


সিংহ রাশি- সিংহ রাশিতে এই যোগ তৈরি হওয়ায় সবথেকে লাভবান হবেন এই রাশির জাতকরা। ধনলাভের সম্ভাবনা রয়েছে। কর্মস্থানেও লাভের সম্ভাবনা। এই সময়ে সিংহ রাশির কোনও জাতক প্রাইভেট সেক্টরে কাজ করলে, প্রোমোশন মিলতে পারে। সরকারি চাকরিজীবীরা উঁচু পদ পেতে পারেন।


তুলা রাশি- এই সময়ে তুলা রাশির জাতকরা কোনও ভাল খবর পেতে পারেন। এই রাশির জাতকরা হঠাৎ করে সম্পত্তি লাভ করতে পারেন।


বছরের দ্বিতীয় সূর্যগ্রহণে 'মাথায় হাত' পড়তে চলেছে এই ৫ রাশির !


এদিকে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ২ অক্টোবর সর্বপ্রিত অমাবস্যায় ঘটবে। এই বৃত্তাকার সূর্যগ্রহণ মেষ, কন্যা, কর্কট, ধনু এবং মিথুন রাশির জাতকদের সমস্যা বাড়িয়ে দিতে পারে। সূর্যগ্রহণের ঘটনাটি জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্য রাখে। যে কারণে গ্রহণের অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এ বছর মোট দু'টি সূর্যগ্রহণ। যার মধ্যে বছরের প্রথম সূর্যগ্রহণ হয়ে গিয়েছে এপ্রিল মাসে এবং দ্বিতীয় সূর্যগ্রহণ হবে অক্টোবর মাসে। এই গ্রহণ দীর্ঘ সময় ধরে চলবে যাতে গ্রহণের মোট সময় ৬ ঘণ্টা ৪ মিনিট। বছরের এই দ্বিতীয়টি ভারতে দৃশ্যমান হবে না, যে কারণে এর সূতক সময় কার্যকর হবে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই গ্রহণ হয়, সেই সময়ে গ্রহ ও নক্ষত্রের পরিবর্তন দেখা যায়। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।